thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

উত্তর কোরিয়ার সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা

২০১৭ মে ২২ ১২:৪০:৪৬
উত্তর কোরিয়ার সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা

দ্য রিপোর্ট ডেস্ক : নতুন করে আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। রবিবার স্থানীয় সময় বিকেলে মাঝারি পাল্লার ওই প্রজেক্টাইল মিসাইলের পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় কেসিএনএ নিউজ এজেন্সি এ খবর প্রকাশ করেছে।

খবরে জানানো হয়, সামরিক কাজে ব্যবহারের জন্য তাদের পারমাণবিক অস্ত্র ইতোমধ্যেই প্রস্তুত হয়ে গেছে।

তবে হোয়াইট হাউসের তরফ থেকে বলা হয়েছে, উত্তর কোরিয়া সর্বশেষ যে তিনটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে তার মধ্যে রবিবারের ক্ষেপণাস্ত্রটির সক্ষমতা কম।

মাত্র এক সপ্তাহ আগেই ভারী পারমাণবিক ওয়্যারহেড বহনের সক্ষমতা যাচাই করতে নতুন একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুসং এলাকা থেকে ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়।

ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পর প্রায় সাতশ কিলোমিটার পর্যন্ত উড়ে জাপান সাগরে গিয়ে পড়ে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর