thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

যৌন হয়রানি

আহসানউল্লাহর শিক্ষকের জামিন বাতিল

২০১৭ মে ২২ ১৫:১৮:১৩
আহসানউল্লাহর শিক্ষকের জামিন বাতিল

দ্য রিপোর্ট প্রতিবেদক : শিক্ষার্থীদের যৌন হয়রানি করার দায়ে অভিযুক্ত রাজধানীর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত শিক্ষক মাহফুজুর রশিদ ফেরদৌসকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করেছেন আপিল বিভাগ। তাকে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশও দেওয়া হয়েছে।

জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষে আবেদনের প্রেক্ষিতে সোমবার (২২ মে) শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার দিলীরুজ্জামান।

গত ৩ মে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাহ আল সায়েম কলাবাগান থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এরপর গভীর রাতে কলাবাগানের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ফেরদৌস বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের (ইইই) শিক্ষক।

সেই মামলায় নিম্ন আদালতে জামিন না পেয়ে তিনি হাইকোর্টে আসেন। গত ১২ এপ্রিল হাইকোর্ট তাকে ছয় মাসের জামিন দেন।

এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। সোমবার সেই আবেদনের শুনানি শেষে আদালত মাহফুজুর রশিদ ফেরদৌসের জামিন বাতিল করে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।

(দ্য রিপোর্ট/কেআই/এস/এআরই/মে ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর