thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

রেইনট্রির এমডিকে হাজির হতেই হচ্ছে শুল্ক অধিদপ্তরে

২০১৭ মে ২২ ১৯:০১:২৪
রেইনট্রির এমডিকে হাজির হতেই হচ্ছে শুল্ক অধিদপ্তরে

দ্য রিপোর্ট প্রতিবেদক : সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হোটেল রেইনট্রি’র মালিককে শুল্ক গোয়েন্দার নোটিশের উপর হাইকোর্টের স্খগিতাদেশ স্থগিত করেছে। ফলে রেইনট্রির এমডিকে আগামীকাল মঙ্গলবার (২৩ মে) শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে হাজির হতেই হচ্ছে।

অবশ্য তারও আগে শুল্ক গোয়েন্দার তলবী নোটিশটি স্থগিত করে হাইকোর্ট। দুপুরেই এই স্থগিতাদেশের বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর আপিল করে। আপিল আদালত বিকেল ৪টার দিকে শুনানি শেষে হাইকোর্টের আদেশটি ৬ সপ্তাহের জন্য স্থগিত করে। শুল্ক গোয়েন্দার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডিএজি এসএম মনিরুজ্জামান যুক্তিতর্ক পেশ করেন।

গত ১৪ মে শুল্ক গোয়েন্দার অভিযানে বনানীর রেইনট্রি হোটেলের ১০১ নং কক্ষে ১০ বোতল মদ পাওয়া যায়। প্রথমে হোটেল কর্তৃপক্ষ আটক মাদককে ‘জুস’ হিসেবে বর্ণনা করে। এরপর সংবাদ সম্মেলন করে হোটেল থেকে মদ উদ্ধার হয়নি মর্মে দাবি করেন।

যদিও সোমবার (২২ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেমিকেল টেস্ট রিপোর্টে আটক বোতলের নমুনা পরীক্ষায় ১৩.৪৯% এলকোহল পাওয়া যায়। এই রিপোর্টে আটক পণ্যকে ‘বিদেশী মদ’ হিসেবে বর্ণনা করা হয়েছে। শুল্ক গোয়েন্দা হোটেল রেইনট্রি কর্তৃপক্ষকে ১৭ মে তলব করলে তারা অসুস্থতার কথা বলে সময় প্রার্থনা করে। শুল্ক গোয়েন্দা তাদের আবেদনের আলোকে এবং ন্যায়বিচারের স্বার্থে ৬ দিনের সময় দিয়ে ২৩ মে পুনরায় নোটিশ দেয়। কিন্তু আবেদনে অসুস্থতার কথা বলে সময় নিলেও তারা হাইকোর্টে এই নোটিশকে চ্যালেঞ্জ করেন। হাইকোর্টের স্থগিত আদেশ প্রাপ্তির সাথে সাথেই শুল্ক গোয়েন্দা অধিদপ্তর আপিল করে। আপিল বিভাগ শুনানি শেষে হাইকোর্টের স্থগিতাদেশটি ছয় সপ্তাহের জন্য স্থগিত করে। এর ফলে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে মাদক রাখার দায়ে শুল্ক আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও মানিলন্ডারিং আইনে অভিযোগ অনুসন্ধান ও তদন্তে বাধা রইলো না।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপি/মে ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর