thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

নির্বাচনী হাওয়ায় ম্যানচেস্টারের হামলা

২০১৭ মে ২৩ ০৯:১৫:৫১
নির্বাচনী হাওয়ায় ম্যানচেস্টারের হামলা

দ্য রিপোর্ট ডেস্ক : ব্রিটেনের ম্যানচেস্টার অ্যারেনাতে সন্দেহভাজন সন্ত্রাসী হামলার পর প্রত্যক্ষদর্শীদের একজন বলেছেন, বহু মানুষকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন এবং অনেককে দেখে ‘মৃত’ বলে মনে হচ্ছিল।

ওই হামলায় ১৯ জন নিহত হয়েছে এবং ৫০ জনের মত আহত হয়। হামলাটি ঘটলো এমন এক সময় যখন ব্রিটেন নির্বাচনী প্রচারণার মধ্যে আছে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতার ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

বিবিসির খবরে বলা হয়, আমেরিকা থেকে যে খবর আসছে সেখানে বলা হচ্ছে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন এটি আত্মঘাতীয় হামলা।

যখন হামলাটি হয় তখন আমেরিকান পপ সিঙ্গার ২৩ বছর বয়সী আরিয়ানা গ্রান্দের কনসার্ট শেষ। তার অনুসারীরা যারা তাদের বেশিরভাগই টিনএজার। ফলে অনেক অল্পবয়সী ছেলে-মেয়েরা সেখানে ছিলেন। নিহত ও আহতদের মধ্যে অনেক অল্প-বয়সী ছেলে-মেয়েরা থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

ঘটনাটি কারা ঘটিয়েছে সে সম্পর্কে এখনো পুলিশের কাছে উল্লেখযোগ্য কোনও তথ্য না থাকলেও, আগামী কয়েক ঘণ্টার মধ্যে ব্রিটিশ পুলিশ হয়তো হামলাকারীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারবে বলে মেন করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এআরই/মে ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর