thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

ইসলামী ব্যাংকের ৫.৪০ শতাংশ শেয়ার বিক্রি করবে আইডিবি

২০১৭ মে ২৩ ১৪:৪২:৫৮
ইসলামী ব্যাংকের ৫.৪০ শতাংশ শেয়ার বিক্রি করবে আইডিবি

দ্য রিপোর্ট প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের করপোরেট ডিরেক্টর প্রায় সাড়ে ৮ কোটি বা ৫.৪০ শতাংশ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। যা আইডিবির নিজস্ব শেয়ার ধারনের ৭২ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামি ৩০ কার্যদিবসের মধ্যে আইডিবি এ শেয়ার বিক্রয় সম্পন্ন করবে। বাজার দরে এ শেয়ার বিক্রয় করা হবে।

ইসলামী ব্যাংকের ১২ কোটি ৭ লাখ ৮৮ হাজার ৫৮৫টি শেয়ারের মালিকানা রয়েছে আইডিবির হাতে। এরমধ্যে প্রতিষ্ঠানটি ৮ কোটি ৬৯ লাখ ৩৯ হাজার ৯৬০টি বিক্রয় করার ঘোষণা দিয়েছে। যা আইডিবির মোট শেয়ার ধারনের ৭২ শতাংশ।

এদিকে ইসলামী ব্যাংকের ১ হাজার ৬১০ কোটি টাকার পরিশোধিত মূলধনের বিপরীতে ১৬০ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬৬৮টি শেয়ার রয়েছে। এরমধ্যে ১২ কোটি ৭ লাখ ৮৮ হাজার ৫৮৫টি বা ৭.৫০ শতাংশ আইডিবির। এরমধ্যে বিক্রয় করা হবে ৫.৪০ শতাংশ।

উল্লেখ্য সোমবার (২২ মে) লেনদেন শেষে ইসলামী ব্যাংকের শেয়ার দর দাড়িয়েছে ৩১.২০ শতাংশ।

(দ্য রিপোর্ট/আরএ/মে ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর