thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

ভারতে পুরস্কৃত হলো ‘আয়মন’

২০১৭ মে ২৩ ১৬:৩৯:৩৩
ভারতে পুরস্কৃত হলো ‘আয়মন’

দ্য রিপোর্ট প্রতিবেদক : তরুণ চলচ্চিত্র ও ডকুমেন্টারি ফিল্ম নির্মাতা রহমান মনি তার ১১তম স্বল্পদৈর্ঘ্য ‘আয়মন’ দিয়ে ভারতের ফিল্ম ইন্ড্রাস্ট্রির সম্মানজনক পুরস্কার দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৭ থেকে অফিসিয়াল সিলেকশন লাভ করেছেন।

দাদা সাহেব ফালকে, যাকে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের পিতা বলা হয়। প্রতি বছর মুম্বাই, দিল্লীসহ বিভিন্ন শহরে ঝাঁকজমকভাবে এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। ভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয় বিশ্বের বিভিন্ন দেশের পেশাদার নির্মাতাদের।

রহমান মনি রচিত ও পরিচালিত এই চলচ্চিত্রে অভিনয় করেন সামাইয়া সাইদা স্মিতা, শামীম আহমদ শাম্মু, সিমলা ও মাহবুব চৌধুরী।

ছবির কাহিনী গড়ে উঠেছে সাত বছরের ১টি গ্রাম্য বালিকাকে নিয়ে। কুসংস্কার ও সামাজিক রীতিনীতির বেড়াজালে আটকা জীবন আর কল্পনা জগতের মধ্যে ভ্রমণের এক অপূর্ব অনুভূতি নিয়ে।

প্রধান চরিত্র ‘আয়মন’ এর কল্পনার পিতা গাছে চড়েন, তাকে নিয়ে গান করেন, তার সাথে খেলা করেন কিন্তু বাস্তব পিতা অনেকটাই কঠোর, তাকে বাড়ির বাইরে গেলেই ধমক খেতে হয়। কিন্তু ছোট্ট আয়মন চমৎকারভাবে বাস্তবতার সাথে যেভাবে বোঝাপড়া করে সেই বিষয়গুলোই নিপুণভাবে ফুটে উঠেছে এই স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্রে।

(দ্য রিপোর্ট/পিএস/এপি/মে ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর