thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

রমজানের আগেই ‘মূর্তি’ সরাতে হবে : চরমোনাই পীর

২০১৭ মে ২৩ ২১:২৩:৩৩
রমজানের আগেই ‘মূর্তি’ সরাতে হবে : চরমোনাই পীর

দ্য রিপোর্ট প্রতিবেদক : সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে ‘মূর্তি’ অপসারণে প্রধানমন্ত্রীর নির্দেশ কেন মানা হচ্ছে না প্রশ্ন রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘মূর্তি সামনে নিয়ে জাতীয় ঈদগায় মুসলমানরা নামাজ আদায় করতে প্রস্তুত নয়।রমজানের আগেই মূর্তি সরাতে হবে।অন্যথায় ১৭ রমজান বদরি চেতনায় ঈমানদার জনতা রাজপথে নেমে আসবে।’

রাজধানীর পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে মঙ্গলবার (২৩ মে) ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে সুধীদের সাথে মতবিনিময়কালে চরমোনাই পীর এসব কথা বলেছেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘সমাজের সর্বস্তরে ক্রমেই অশান্তির আগুন জ্বলছে। মানুষ বিভিন্নভাবে অশান্তিতে দিনাতিপাত করছে।নৈতিকতা বির্বজিত সমাজ ব্যবস্থা আমাদের যুবসমাজকে চারিত্রিকভাবে ধ্বংস করে দিচ্ছে। ফলে কোথাও সুখ-শান্তি নেই।মানুষ ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণেই অশান্তির কবলে নিপতিত হচ্ছে। বিশ্বের যেখানে যতটুকু শান্তি আছে তা কেবল ইসলামের জন্যই আছে।’

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, সহকারী মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আতাউর রহমান আরেফী, আলহাজ্ব আব্দুর রহমান, আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব মুফতি ওয়ালীউল্লাহ, ডা. শহিদুল ইসলাম, এইচ এম সাইফুল ইসলাম, মাওলানা নাযীর আহমদ শিবলী প্রমুখ।

এদিকে মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে স্বাগত মিছিল করার কর্মসূচি দিয়েছে ইসলামী আন্দোলন।

(দ্য রিপোর্ট/কেএ/জেডটি/মে ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর