thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

অনুমতি না দেওয়ায় দেশব্যাপী প্রতিবাদসভা বিএনপির

২০১৭ মে ২৪ ১৩:০৫:০৯
অনুমতি না দেওয়ায় দেশব্যাপী প্রতিবাদসভা বিএনপির

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি ঘোষিত সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবারের জনসভার অনুমতি না দেওয়ার প্রতিবাদে ২৫ মে বৃহস্পতিবার দেশব্যাপী জেলা সদর ও মহানগরগুলোতে প্রতিবাদ সভা এবং ঢাকা মহানগরীর থানায় থানায় প্রতিবাদ সভার কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ ঘোষণা দেন।

বুধবার দুপুরে নয়াপল্টন্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন রিজভী।

তিনি বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র এখন পুলিশী অনুমতির ওপর নির্ভরশীল। গণতন্ত্রকে পুলিশের ইচ্ছাধীন করা হয়েছে। আজ বিএনপি ঘোষিত সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় পুলিশের অনুমতি না দেওয়াতে আবারও প্রমাণিত হলো-বিএনপি চেয়ারপার্সনের গুলশানস্থ কার্যালয়ে পুলিশ যে হানা দিয়েছিল সেটি সরকার প্রধানের নির্দেশেই পূর্ব পরিকল্পিত নীল-নকশার অংশ।’

রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের তথাকথিত মহাজোট সরকার একক কর্তৃত্ত্বের অধীনে দু:শাসন চালিয়ে ক্ষমতা ভোগ করছে। ক্ষমতার উচ্চ বলয় থেকে পতন হওয়ার আশঙ্কায় বিরোধী দলের সভা-সমাবেশ করার সকল গণতান্ত্রিক অধিকারকে লোহার খাঁচায় বন্দী করে রেখেছে। কারন বিরোধী দলের সভা-সমাবেশ থেকে সরকার বিরোধী সমালোচনাতেও আওয়ামী সরকার বিচলিত হয়ে ওঠে। তাই আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় সংগঠনে পরিণত করে বিরোধী দলের সভা-সমাবেশ বানচাল করতে ব্যবহার করা হচ্ছে।’

রিজভী আহমেদ বলেন, ‘সংবিধানে নির্ধারিত আইনবলে উচ্চ আদালত যখন সরকানি কব্জায় নিজেদেরকে সঁপে দিতে অস্বীকৃতি জানিয়ে দৃঢ় ভূমিকা পালন করছে তখন সরকার সেটিকে কোনভাবেই সহ্য করতে পারছে না। তাতে মধ্যযুগীয় রাজাদের মতো প্রধানমন্ত্রী নিজের নিরঙ্কুশ আধিপত্য বিস্তারে বাধা পাওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠেছেন। সরকারের আগ্রাসী অভিযান এখন সর্বোচ্চ আদালতের দিকে। রাষ্ট্রের এই অঙ্গটি সম্পূর্ণভাবে আয়ত্বে নিতে পারলেই দ্বিতীয় মেয়াদের বাকশালী দু:শাসন কন্টকমুক্ত হয়’।

তিনি বলেন, ‘চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ মহিউদ্দিনকে গতরাতে রাজধানীর আরামবাগস্থ বাস কাউন্টারের সামনে থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। আমি অবিলম্বে শেখ মহিউদ্দিনকে সুস্থ শরীরে জনসম্মুখে হাজির করার জোর আহবান জানাচ্ছি।’

(দ্য রিপোর্ট/সাআ/এআরই/মে ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর