thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

কস্ট অডিট কর্মশালার উদ্বোধন

২০১৭ মে ২৪ ১৩:৫৪:৫৬
কস্ট অডিট কর্মশালার উদ্বোধন

দ্য রিপোর্ট প্রতিবেদক : দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (আইসিএমএবি) এর ৪ দিনব্যাপী কস্ট অডিট কর্মশালার উদ্বোধন। কস্ট অডিট এবং অর্থনীতিতে এর বেনিফিট শীর্ষক এক সেমিনার প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী এ কর্মশালার উদ্বোধন করেছেন।

মঙ্গলবার (২৩ মে) রাজধানীর নিলেক্ষেতে আইসিএমএবি রুহুল কুদ্দুস অডিটরিয়ামে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

সেমিনারে ভারতের অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত প্রধান উপদেষ্টা (কস্ট) ভারত ভুষণ গয়াল মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

আইসিএমএবি এর সভাপতি জামাল আহমেদ চৌধুরী উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন। এ সময় ইনস্টিটিউটের সাবেক সভাপতি ও কস্ট অডিট কমিটির চেয়ারম্যান এম আবুল কালাম মজুমদার সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন।

সেমিনারের বাংলাদেশের অর্থনীতিতে কস্ট অডিটের সুবিধা নিয়ে মূল প্রবন্ধের উপর মতামত দেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার প্রফেসর ডক্টর স্বপন কুমার বালা। ইনস্টিটিউটের সচিব মো: আবদুর রহমান খান ধন্যবাদ বক্তব্য প্রদান করেন।


কর্মশালায় ভারত ভুষণ গয়াল, আইসিএ ইন্ডিয়ার কাউন্সিল সদস্য রাজু ইয়ার পিচুমানি ও নিরঞ্জন মিশ্র কস্ট অডিট বিষয়ে টেকনিক্যাল পেপার উপস্থাপন করেন।

(দ্য রিপোর্ট/আরএ/মে ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর