thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

ডিএসইতে বেড়েছে সূচক কমেছে লেনদেন

২০১৭ মে ২৪ ১৫:০৭:১৪
ডিএসইতে বেড়েছে সূচক কমেছে লেনদেন

দ্য রিপোর্ট প্রতিবেদক : বুধবার (২৪ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক বেড়েছে। তবে আর্থিক লেনদেন কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


এ দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ৫৪১৩ পয়েন্টে। যা মঙ্গলবার ৯ পয়েন্ট ও সোমবার ২২ পয়েন্ট বেড়েছিল।


বুধবার ডিএসইতে ৫৪৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন হয়েছিল ৬১২ কোটি ৭৮ লাখ টাকার। এ হিসাবে লেনদেন কমেছে ৬৮ কোটি ৩৪ লাখ টাকার বা ১১ শতাংশ।


এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির মধ্যে ১২৯টি বা ৩৯.৮১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৪৩টি বা ৪৪.১৪ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি বা ১৬.০৫ শতাংশ কোম্পানির।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইফাদ অটোসের শেয়ার। এ দিন কোম্পানির ২৬ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা বারাকা পাওয়ারের ২৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো।


লেনদেনে এরপর রয়েছে- প্যারামাউন্ট টেক্সটাইল, অগ্নি সিষ্টেমস, এমজেএল বাংলাদেশ, বিডিকম অনলাইন, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, বাংলাদেশ শিপিং করপোরেশন ও লংকাবাংলা ফাইন্যান্স।


এ দিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স মূল্যসূচক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০১৪৭ পয়েন্টে। বাজারটিতে ৪০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৩৭টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তীত রয়েছে ৩৫টির।


আগের দিন সিএসসিএক্স মূল্যসূচক ২৯ পয়েন্ট বেড়েছিল। আর বাজারটিতে ৩১১ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।


(দ্য রিপোর্ট/আরএ/মে ২৪, ২০১৭)


পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর