thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

ঝালকাঠিতে কৃষক হত্যা: ৪ জনের যাবজ্জীবন

২০১৭ মে ২৪ ১৬:০২:১৩
ঝালকাঠিতে কৃষক হত্যা: ৪ জনের যাবজ্জীবন

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার দক্ষিন তারাবুনিয়া গ্রামের কৃষক আব্দুর রব হাওলাদারকে অপহরনের পর হত্যার দায়ে চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান বুধবার(২৪ মে) দুপুরে এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- তারাবুনিয়া গ্রামের শহীদ হাওলাদার, পরেশ কাপালি, সাইদুর রহমান এবং মজিবুর রহমান। এদের মধ্যে মজিবুর রহমান পলাকত রয়েছেন।

মামলার নথিসুত্রে জানাযায়, ২০১০ সালের ৮ অক্টোবর সন্ধ্যা সাতটার দিকে আসামিরা বাড়ি থেকে আব্দুর রবকে ডেকে নিয়ে যায়। এর পরে তার খোঁজ না পেয়ে স্ত্রী ময়না বেগম ১৩ অক্টোবর রাজাপুর থানায় একটি জিডি করেন। ২২ অক্টোবর উত্তর তারাবুনিয়া গ্রামের ধান ক্ষেতের মধ্যে একটি মজা পুকুর থেকে আব্দুর রব এর মস্তক বিহীন লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিনই থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ২০১২ সালের ২৬ এপ্রিল পুলিশ চারজনকে আসামি করে আদালতে চার্জসিট প্রদান করে।

(দ্য রিপোর্ট/একেএ/এনটি/মে ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর