thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

‘ইসির রোডম্যাপ আগাম নির্বাচনের ইঙ্গিত নয়’

২০১৭ মে ২৪ ১৬:২৩:৪২
‘ইসির রোডম্যাপ আগাম নির্বাচনের ইঙ্গিত নয়’

দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচন কমিশনের (ইসি) রোডম্যাপকে আওয়ামী লীগ ইতিবাচক হিসেবে দেখছে উল্লেখ করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ইসির রোডম্যাপ আগাম নির্বাচনের ইঙ্গিত এমন ধারণা ঠিক নয়। নির্বাচন যথাসময়ে সাংবিধানিকভাবেই অনুষ্ঠিত হবে।’

বুধবার দুপুরে রাজধানীর কমলাপুরে বিআরটিসির শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা ও গ্রাচ্যুইটির চেক বিতরণ অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্যের শেষ পর্যায়ে সাংবাদিকদের পক্ষ থেকে পাঠানো চিরকুটে লেখা প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘প্রশ্ন এসেছে ইসির রোডম্যাপ কীভাবে দেখছে আওয়ামী লীগ? আমরা খুব পজেটিভলি দেখছি। আমরা ইলেকশন কমিশনের এ রোডম্যাপের ব্যাপারে যা শুনছি, এ রোডম্যাপের ব্যাপারে আমাদের যে প্রতিক্রিয়া সেটা পজেটিভ। ইতিবাচকভাবে আমরা দেখছি।’’

ওবায়দুল কাদের আরো বলেন, ‘দ্বিতীয় যে বিষয়টি হলো, ইসির রোডম্যাপ কি আগাম নির্বাচনের ইঙ্গিত? সেটা বোধ হয় সঠিক নয়। নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।’

(দ্য রিপোর্ট/সাআ/এপি/মে ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর