thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

নির্বাচনে ভারতের সহযোগিতা দরকার নেই : গয়েশ্বর

২০১৭ মে ২৪ ১৮:২৮:৫৬
নির্বাচনে ভারতের সহযোগিতা দরকার নেই : গয়েশ্বর

দ্য রিপোর্ট প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভারতের সহযোগিতার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেছেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে ভারত আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে। আগামী নির্বাচনে ভারতের সহযোগিতা আর আমাদের দরকার নেই।’

বুধবার (২৪ মে) দুপুরে তোপখানা রোডের শিশুকল্যাণ পরিষদে ‘ভাসানী স্মৃতি সংসদ’ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সম্প্রতি ভারতের হাইকমিশনার এক অনুষ্ঠানে বলেছেন, ‘আগামী নির্বাচনে ভারত বাংলাদেশকে সহযোগিতা করতে চায়’ -এমন বক্তব্য প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় ভারতের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা আর তাদের দুর্নীতি করতে সহযোগিতা কইরেন না। বার বার এই রকম সহযোগিতা করলে এ দেশের মানুষ আপনাদের ঘৃণা করবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, কিন্তু আপনারা আমাদেরকে ভারত বিদ্বেষী করবেন না। ভারতের কাছে আমাদের আবদারের কিছু নাই যা আছে সেটা অধিকার আর ভারত আমাদের কাছ থেকে যা নিচ্ছে তা আবদার।’

আয়োজক সংগঠনের সভাপতি জিয়াউল হক মিলুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মনিরুল হুদা, বিএনপি নেতা গোলাম মহিউদ্দিন খান প্রমুখ।

(দ্য রিপোর্ট/সাআ/এমএইচএ/মে ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর