thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

খালেদার কার্যালয়ে অভিযানে সরকার দেরি করেছে : ড. হাছান

২০১৭ মে ২৪ ১৮:৩৮:৫৭
খালেদার কার্যালয়ে অভিযানে সরকার দেরি করেছে : ড. হাছান

দ্য রিপোর্ট প্রতিবেদক : সরকার আদালতের নির্দেশ নিয়ে অনেক দেরিতে হলেও খালেদা জিয়ার কার্যালয়ে অভিযান চালিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, ‘বিএনপির গুলশান কার্যালয় গণতন্ত্রের নয়; বরং দেশের নিরীহ মানুষকে পেট্রলবোমা মেরে পুড়িয়ে মারার প্রতীক। বিএনপির এই কার্যালয়ে আরও অনেক আগে তল্লাশি চালানো দরকার ছিল। খালেদার কার্যালয়ে অভিযান চালাতে সরকার দেরি করেছে।’

বুধবার (২২ মে) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শেখ হাসিনার ৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির গুলশান কার্যালয়কে গণতন্ত্রের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। অথচ এই কার্যালয় থেকেই সরকারবিরোধী আন্দোলনের নামে দেশের মানুষকে পুড়িয়ে মারার নির্দেশ দেওয়া হয়েছিল। সে সময় দীর্ঘ ৯৩ দিন ধরে এ কার্যালয়ে বসেই বেগম খালেদা জিয়া দেশের মানুষকে পুড়িয়ে মারার নির্দেশ দিয়েছিলেন।’

ড. হাছান মাহমুদ আরও বলেন, ‘বিএনপি আন্দোলনের নামে দেশের নিরীহ মানুষকে হত্যা করায় জনগণ তাদের লাল কার্ড দেখিয়েছে। আবার দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করলে দেশের মানুষ এবার তাদের ‘ডাবল লালকার্ড’ দেখাবে।’

বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উপদেষ্টা ও আওয়ামী লীগ নেতা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, অ্যাডভোকেট নাভানা আক্তার এমপি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকর রানা, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি মো. জিন্নত আলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক শাহদাত হোসেন প্রমুখ।

(দ্য রিপোর্ট/সাআ/এমএইচএ/মে ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর