thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

গাজীপুরে গরমে ১১টি কারখানার সাড়ে ৩শ শ্রমিক অসুস্থ

২০১৭ মে ২৪ ২২:০৯:২৯
গাজীপুরে গরমে ১১টি কারখানার সাড়ে ৩শ শ্রমিক অসুস্থ

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর জেলার কাশিমপুর ও নয়াপাড়া এলাকায় ১১টি কারখানায় প্রায় সাড়ে ৩শ শ্রমিক গরমে অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনায় কারখানাগুলো বুধবার ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

বুধবার (২৪ মে) সকাল ৯টার দিকে হঠাৎ বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হতে থাকে। এরপর অসুস্থ শ্রমিকের সংখ্যা বাড়তে থাকলে কারখানা কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে কোনাবাড়ি শরীফ মেডিকেল, কোনাবাড়ি ক্লিনিকসহ আশেপাশের হাসপাতালে নিয়ে যায়।

গাজীপুর শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, কাশিমপুর ও নয়াপাড়া এলাকার ডেল্টা গার্মেন্টস, কটন ক্লাব (বিডি), তাসনিয়া, মাল্টিসেফ, স্বাধীন গার্মেন্টস লিমিটেড, এমআর সিনথেটিক, ব্রেস্টল সোয়েটার ও ইসলাম, রিপন গার্মেন্টসসহ ১১টি গার্মেন্টস কারখানার শ্রমিকরা সকালে কারখানায় কাজে যোগদান করার পর হঠাৎ কারখানার শ্রমিকরা তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ে।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানাগুলো বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

কোনাবাড়ি ক্লিনিকের ডা. তাসকিন আহমেদ জানান, অসুস্থ এসব শ্রমিকরা এখন সম্পূর্ণভাবে আশঙ্কামুক্ত।

(দ্য রিপোর্ট/কেএনইউ/মে ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর