thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

বনানীর ধর্ষণ: জবানবন্দি দিতে আদালতে নাঈম

২০১৭ মে ২৫ ১৪:২০:০৮
বনানীর ধর্ষণ: জবানবন্দি দিতে আদালতে নাঈম

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর বনানীতে ‘দ্য রেইনট্রি’ হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার অন্যতম আসামি আবদুল হালিম ওরফে নাঈম আশরাফকে আদালতে নেওয়া হয়েছে। তাকে জবানবন্দি দেওয়ার জন্য ভাবার সময় দেওয়া হয়েছে।

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টায় নাঈমকে আদালতে নেয় পুলিশ।

১৮ মে নাঈমের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তার আগে নাঈমকে মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ। রিমান্ডে নেওয়ার পর আজ তাকে আদালতে হাজির করা হলো।

আদালত সূত্রে জানা গেছে, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারেন নাঈম। তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের জন্য পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

গত ২৮ মার্চ রাজধানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন অভিযোগে ৬ মে বনানী থানায় মামলা করেন ঘটনার শিকার এক ছাত্রী।

মামলার আসামিরা হলেন আপন জুয়েলার্সের মালিকের ছেলে শাফাত আহমেদ, তার বন্ধু হালিম ওরফে নাঈম, সাদমান সাকিফ, শাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী। আসামিরা সবাই গ্রেফতার রয়েছেন।

(দ্য রিপোর্ট/এনটি/মে ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর