thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

গোপালগঞ্জে ৫ জনের মৃত্যুদণ্ড, ১৭ জনের যাবজ্জীবন

২০১৭ মে ২৫ ১৫:০০:১২ ২০১৭ মে ২৫ ১৫:৩০:০০
গোপালগঞ্জে ৫ জনের মৃত্যুদণ্ড, ১৭ জনের যাবজ্জীবন

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে ব্যবসায়ী সিরাজুল হক ছিরু মোল্লা হত্যা মামলার রায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ১৭ জনের যাবজ্জীবন, ৩ জনের ১০ বছর করে সাজা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ মে) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নাজির আহমেদ এ রায় দেন।

ফাঁসির আদেশ প্রাপ্তদেরকে ও যাবজ্জীবন সাজা প্রাপ্তদের ৩০ হাজার টাকা করে এবং ১০ বছর সাজা প্রাপ্তদেরকে ১০ হাজার টাকা করে অর্থ দণ্ডও দিয়েছেন আদালত।

এ মামলা থেকে ১২ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। ১৯৯৯ সালের ১৬ অক্টোবর ওই ব্যবসায়ীকে আসামিরা সংঘবদ্ধ হয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে আড়ুয়াকান্দি গ্রামের খালের মধ্যে ফেলে দেয়।

এ ব্যাপারে নিহতের স্ত্রী আমেনা বেগম বাদী হয়ে ৩৭ জনকে আসামি করে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১৭ বছর পর এ মামলার রায় হলো।

সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ৩০২/৩৪ দণ্ড বিধি মোতাবেক আসামিদেরকে উপরোক্ত সাজা দেন।

(দ্য রিপোর্ট/এআরই/এনআই/মে ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর