thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস উত্থান

২০১৭ মে ২৫ ১৫:১৭:১৯
শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস উত্থান

দ্য রিপোর্ট প্রতিবেদক : টানা ৪ কার্যদিবস ধরে দেশের শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মূল্যসূচক উত্থানে রয়েছে। বৃহস্পতিবারের (২৫ মে) লেনদেনের মাধ্যমে এ টানা উত্থানে হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


এ দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৪১৪ পয়েন্টে। যা বুধবার ১৮ পয়েন্ট, মঙ্গলবার ৯ পয়েন্ট ও সোমবার ২২ পয়েন্ট বেড়েছিল।


বৃহস্পতিবার ডিএসইতে ৫২৩ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন হয়েছিল ৫৪৪ কোটি ৪৪ লাখ টাকার। এ হিসাবে লেনদেন কমেছে ২০ কোটি ৫২ লাখ টাকার বা ৪ শতাংশ।

এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩২২টি কোম্পানির মধ্যে ১১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৬২টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আরএসআরএম স্টিলের শেয়ার। এ দিন কোম্পানির ২৯ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা একটিভ ফাইন কেমিক্যালের ২৩ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ইফাদ অটোস।


লেনদেনে এরপর রয়েছে- ইউনাইটেড পাওয়ার জেনারেশন, মোজাফ্ফর হোসাইন স্পিনিং মিলস, বাংলাদেশ শিপিং করপোরেশন, প্যারামাউন্ট টেক্সটাইল, ডরিন পাওয়ার জেনারেশন, বেক্সিমকো ও ব্র্যাক ব্যাংক।


এ দিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স মূল্যসূচক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০১৫৯ পয়েন্টে। বাজারটিতে ৩২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৩০টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তীত রয়েছে ৪০টির।


আগের দিন সিএসসিএক্স মূল্যসূচক ২০ পয়েন্ট বেড়েছিল। আর বাজারটিতে ৪০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।


(দ্য রিপোর্ট/আরএ/এনআই/মে ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর