thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

বন্দুক-পিস্তল দিয়ে ক্ষমতায় টিকে আছে আ’লীগ : ফখরুল

২০১৭ মে ২৫ ২৩:০৮:৩৪
বন্দুক-পিস্তল দিয়ে ক্ষমতায় টিকে আছে আ’লীগ : ফখরুল

লালমনিরহাট প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ নির্বাচিত হয় নাই। শুধু গায়ের জোরে, বন্দুক-পিস্তল দিয়ে আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ক্ষমতায় টিকে আছে।’

বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে লালমনিরহাট জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেছেন, ‘এই সরকার আমাদের হাজার হাজার নেতাকর্মীকে গুম করেছে। তাদের মা বোনেরা, তাদের সন্তানেরা এখনো অপেক্ষা করে থাকে। দরজায় কেউ টোকা দিলে ভাবে এই বুঝি এল। কিন্তু তারা আর আসে না ‘

মির্জা ফখরুল বলেছেন, ‘প্রধান বিচারপতি নিজে বলেছেন- সরকার নিম্ন আদালতগুলো নিজেদের আয়ত্ত নিয়েছে। এবার উচ্চ আদালতও আয়ত্ত নিতে চায়। এ কথায় স্পষ্ট বোঝা যায় দেশে গণতন্ত্র নেই।’

এ সময় তিনি বলেছেন, ‘বাংলাদেশে এখন সবচেয়ে খারাপ সময় চলছে। কারণ এখানে গণতন্ত্রের মুখোশ পরে আছে। যারা দেশ শাসন করছে একটা মুখোশ পরে তারা প্রকৃতপক্ষে একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছে। শুধু একদলীয় শাসন ব্যবস্থা বললে ভুল হবে, এক ব্যক্তির শাসন ব্যবস্থা চলছে। এখানে মানবাধিকার বলতে কিছু নেই। জবাবদিহিতা নেই। একটা সংসদ আছে যেখানে জনগণের সমস্যা সমাধানের কোনো আলোচনা করা হয় না। তারা জলসা পার্টির দর্শক হয়ে শুধু হাতে তালি দেন।’

আগামী জাতীয় নিবার্চনের বিষয়ে তিনি বলেছেন, ‘আমরা অবশ্যই নিরবাচন করতে চাই। কিন্তু সেই নিরবাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। নিরপেক্ষ নিরবাচন কমিশনের অধীনে।’

লালমনিরহাটে বিএনপির সম্মেলন ঘিরে সাজানো মঞ্চ সরিয়ে দেওয়া হয়েছে, পতাকা লাগাতে দেওয়া হয়ন- এমন অভিযোগ তুলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ বিএনপির মহাসচিব বলেছেন, ‘বাংলাদেশ ১৬ কোটি মানুষের দেশ। এ দেশে আমাদের স্বাধীন যে অধিকার আছে, গণতন্ত্রের যে অধিকার তা আমরা অবশ্যই প্রয়োগ করব।’

জেলা পরিষদ অডিটরিয়াম চত্বরে লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিতে অনুষ্ঠিত ওই সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মালেক, সাধারণ সম্পাদক নেছারুল হক, জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও লালমনিরহাট জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা প্রমুখ।

এদিকে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম।

এর আগে অনুষ্ঠানের শুরুতে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তিনি উপস্থিত কাউন্সিলরদের কাছে আগামী দিনের সভাপতি ও সম্পাদক হিসেবে দু‘জনের নাম প্রস্তাব করতে বলেন।

এতে কাউন্সিলরদের পক্ষ থেকে লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি হিসেবে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ও সাধারণ সম্পাদক হিসেবে হাফিজুর রহমানের নাম প্রস্তাব করেন। পরে তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে কারও নাম না আসায় দু‘জনকেই আগামী দিনের সভাপতি ও সম্পাদক ঘোষণা করা হয়।

তবে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হওয়ায় আগামীতে তার দুই পদ থাকবে কিনা? তা নিয়ে খালেদা জিয়ার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

(দ্য রিপোর্ট/এমএইচএ/জেডটি/এনআই/মে ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর