thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সতর্ক নিউজিল্যান্ড

২০১৭ মে ২৬ ১২:৩০:৩৬
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সতর্ক নিউজিল্যান্ড

দ্য রিপোর্ট ডেস্ক : ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ড বেশ দুর্দান্তই করেছে। তবে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচটি জিতলেও দ্বিতীয় ম্যাচে হেরে গেছে নিউজিল্যান্ড। ওই এক ম্যাচেই হেরেছে তারা। ব্যাট-বল, দুই ক্ষেত্রেই কিউইদের পরাস্ত করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এ হারের পর বেশ সতরক হয়ে গিয়েছে কিউইরা। চ্যাম্পিয়নস ট্রফিতে আর কোনো ভুল করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অধিনায়ক কেইন উইলিয়ামসন।

ত্রিদেশীয় সিরিজের নিউজিল্যান্ড দলে উইলিয়ামসনসহ ছিলেন না আরো বেশ কয়েকজন তারকা খেলোয়াড়। ব্যস্ত ছিলেন আইপিএল নিয়ে। চ্যাম্পিয়নস ট্রফিতে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে নিউজিল্যান্ড। আর কয়েক দিন পর শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতেও বাংলাদেশের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে হারের পর এখন বেশ সতর্ক হয়ে গেছে কিউইরা।

শক্তিমত্তা বাড়লেও ভবিষ্যতে যে কোনো ভুল করার সুযোগ নেই, সেটা সতীর্থদের স্মরণ করিয়ে দিয়েছেন উইলিয়ামসন, ‘এখন হোঁচট খাওয়া বা রক্ষণাত্মক ক্রিকেট খেলার কোনো সুযোগ নেই।’ ২০১৬ সালে ব্রেন্ডন ম্যাককালামের কাছ থেকে নিউজিল্যান্ডের নেতৃত্বের ভার নিয়েছিলেন উইলিয়ামসন। অধিনায়ক হিসেবে ৫০ ওভারের ক্রিকেটে এটাই তাঁর প্রথম বড় আসর।

চ্যাম্পিয়নস ট্রফির ‘এ’ গ্রুপে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ছাড়াও আছে স্বাগতিক ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। আগামী ৯ জুন কার্ডিফে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

(দ্য রিপোর্ট/এনপিএস/মে ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর