thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

রাষ্ট্র এখন গোরস্তান : খালেদা জিয়া

২০১৭ মে ২৬ ১৭:১৫:০৪
রাষ্ট্র এখন গোরস্তান : খালেদা জিয়া

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের হত্যার মাধ্যমে হাত রক্তে রঞ্জিত করে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটিকে এখন গোরস্তানে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠুকে হত্যার প্রতিবাদে শুক্রবার (২৬ মে) এক বিবৃতিতে এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন।

বিবৃতিতে খালেদা জিয়া বলেছেন, ‘শহর, গ্রামসহ দেশের জনপদের পর জনপদে মানুষ হত্যার মহাযজ্ঞ যেন থামছেই না। সন্তানহারা পিতা-মাতা, স্বামীহারা স্ত্রী ও পিতাহারা সন্তানদের আহাজারিতে প্রতিদিনই আকাশ-বাতাস ভারি হয়ে উঠছে। দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল-বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করে ত্রাস সৃষ্টির মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতা কব্জায় রাখাই এখন আওয়ামী রাজনীতির সংস্কৃতি। এই সরকার বিএনপির বলিষ্ঠ নেতাকর্মীদের বেছে বেছে হত্যা করার মিশন নিয়ে কাজ করছে, আর সেই মিশনেরই নিষ্ঠুর শিকার হলেন সরদার আলাউদ্দিন মিঠু। মিঠুকে নির্মম কায়দায় হত্যা সরকারের ধারাবাহিক প্রাণঘাতী নৃশংসতারই আরেকটি বহিঃপ্রকাশ।’

খালেদা জিয়া আরও বলেছেন, ‘দেশকে গণতন্ত্রশূন্য করার জন্যই আওয়ামী লীগ গণতন্ত্র ডিঙ্গিয়ে গণসম্মতি উপেক্ষা করে চরম সীমা লঙ্ঘন করে চলেছে, আর এই সীমালঙ্ঘনের কারণে ঝরে যাচ্ছে বিরোধী দলের অনেক প্রতিবাদী নেতাকর্মীর প্রাণ। সরকারের বিরোধীদলীয় নেতাকর্মীদের হত্যা করার উদ্দেশ্যই হচ্ছে যাতে এই হত্যাকাণ্ডের মাধ্যমে সমাজের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে এবং কেউ সরকারের বিরুদ্ধে কথা বলার সাহস না পায়। সেজন্যই সরকারের পুলিশ বিএনপির কোনো সমাবেশ বা কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে অনুমতি দেয় না।’

বিএনপির চেয়ারপারসন আরও বলেছেন, ‘জনগণ আর বসে থাকবে না, দুঃশাসন মোকাবেলায় অব্যাহত রক্তপাতের কর্মসূচিকে সম্মিলিত শক্তি দিয়ে জনগণ প্রতিহত করবে। আমি সন্ত্রাসীদের দ্বারা নির্মমভাবে নিহত সরদার আলাউদ্দিন মিঠুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকে কাতর পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

(দ্য রিপোর্ট/ সাআ/জেডটি/এনআই/মে ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর