thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

একদলীয় নির্বাচনের রূপরেখা দিয়েছে কমিশন : মওদুদ

২০১৭ মে ২৬ ১৮:১৬:৪৮
একদলীয় নির্বাচনের রূপরেখা দিয়েছে কমিশন : মওদুদ

দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচন কমিশনের ঘোষিত ‘রোড ম্যাপ’ প্রসঙ্গে মওদুদ বলেন, ‘এই নির্বাচন কমিশন একটি অগ্রহনযোগ্য একটি কমিশন, এটি নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন নয়, এটি সরকারের একটি তল্পিবাহক একটি কমিশন। এই রোডম্যাপ দিয়েছেন তারা কীভাবে একদলীয়ভাবে একটা আগামীতে নির্বাচন করা যায়, সেটার রূপরেখা দিয়েছেন।’

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির কারাবন্দি ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু‘র মুক্তির দাবিতে ‘বরকতউল্লাহ বুলু মুক্তি পরিষদ’ নামক সংগঠনের উদ্যোগে এই সমাবেশ হয়।

তিনি বলেন, ‘আমরা বলতে চাই, বাংলাদেশের মাটিতে আর একদলীয় নির্বাচন করতে দেওয়া হবে না। এজন্য বিএনপিসহ সকল গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের নিশ্চিত করার জন্য আন্দোলন করবে। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আন্দোলনের কোনো বিকল্প নেই।’

নির্বাচনকালীন সহায়ক সরকারের একটি রূপরেখা বিএনপির পক্ষ থেকে শিগগিরই দেয়া হবে বলে জানান মওদুদ।

তিনি বলেন, ‘এই সরকার সব কিছু নিয়ন্ত্রণ করতে চায় এবং করেছে।। প্রশাসন, র‌্যাব-পুলিশ, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, দুর্নীতি দমন কমিশনসহ যত কমিশন আছে, সবই তারা নিয়ন্ত্রণে এনেছে। এখন বাকী আছে শুধু বিচার বিভাগ।’

সুপ্রিম কোর্টের ভাস্কর্য সরানোর বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ‘এই ভাস্কর্য অপসারণের নির্দেশ প্রধান বিচারপতি নিজে দিয়েছেন, সরকার কোন নির্দেশ দেয়নি। এই মাত্র খবর আমাকে খোকন (সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন) জানালো। আমি আপনাদের জানাতে চাই, আমাদের মাননীয় প্রধান বিচারপতি তিনি এই ভাস্কর্য অপসারণের সিদ্ধান্ত নিজে নিয়েছেন। তিনি সরকারের নির্দেশে এটা করে নাই।’

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘এই যে ভাস্কর্য, মৃনাল হকের ভাস্কর্য। তিনি বলেছেন, এটা কোনো দেবীর ভাস্কর্য নয়, বাংলাদেশে একজন শাড়ি পরা নারীর ভাস্কর্য। সেটার ওপর কত রকমের কথা-বার্তা হয়েছে, আমি আপনাদের জানাতে চাই, আমাদের মাননীয় প্রধান বিচারপতি তিনি এই ভাস্কর্য অপসারণের সিদ্ধান্ত নিজে নিয়েছেন। তিনি সরকারের নির্দেশে এটা করে নাই।”

বিএনপির এই নেতাবলেন, ‘এই সিদ্ধান্ত নেয়ার আগে গতকাল দেড়টার সময়ে মাননীয় প্রধান বিচারপতি সভা ডেকেছিলেন। সেখানে ড. কামাল হোসেন ছিলেন, আমীর-উল ইসলাম সাহেব, অ্যাটর্নি জেনারেল এবং আমাদের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সেক্রেটারি ছিলেন। সমস্ত সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলীসহ আরও যারা ছিলেন, সকলের সঙ্গে তিনি (প্রধান বিচারপতি) পরামর্শ করেছিলেন। কী করা যায়?’

তিনি বলেন, ‘তারা পরামর্শ দিয়েছিলেন যে, এই ভাস্কর্যটি সরিয়ে নিলে ভালো হয়, এ নিয়ে কোনো বির্তক থাকুক, প্রধান বিচারপতিকে বির্তকিত করা হোক- এটা আমরা কেউ চাই না।’

বৃহস্পতিবার গভীর রাতে সুপ্রিম কোর্টের মূল প্রাঙ্গন থেকে শিল্পী মৃনাল হকের ভাস্কর্যটি অপসারণ করা হয়।

সংবিধানের ষোড়ষ সংশোধনী প্রসঙ্গে মওদুদ আহমদ বলেন, ‘সেজন্য ১৬তম সংশোধনী পাস করেছে। বিচারপতিদের অপসারণের বিষয়টি সংসদ ব্যবস্থা করবে, সিদ্ধান্ত নেবে। যেই সংসদ নির্বাচিত সংসদ নয়, সত্যিকার প্রতিনিধিত্ব সংসদ নয়। এই সংসদ যতগুলো সংশোধনী এনেছে বিশেষ করে ১৫তম ও ১৬তম সংশোধনী, বিএনপি যতদিন কোনোদিন ক্ষমতায় যায়, এসব সংশোধনী পরিবর্তন করার উদ্যোগ নেবে।’

বরকতউল্লাহ বুলু, খায়রুল কবির খোকনসহ কারাবন্দি নেতাদের মুক্তির দাবিও জানান মওদুদ।

সংগঠনের উপদেষ্টা আকবর হোসেন ভুঁইয়া নান্টুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, কেন্দ্রীয় আবুল খায়ের ভুঁইয়া, মাহবুবউদ্দিন খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।

(দ্য রিপোর্ট/সাআ/কেআই/মে ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর