thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

কেরানীগঞ্জে পানিতে ডুবে ৩ ভাইয়ের মৃত্যু

২০১৭ মে ২৬ ১৮:২৫:৪০
কেরানীগঞ্জে পানিতে ডুবে ৩ ভাইয়ের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ এলাকায় একটি খালে গোসল করতে নেমে পানিতে তলিয়ে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত তিনজনের মধ্যে ইব্রাহীম (১৮) ও মো. হোসেন (১৪) সহোদর। নিহত অপরজন হৃদয় হোসেন (১৮) তাদের খালাত ভাই।

শুক্রবার (২৬মে) বেলা ১২টার দিকে ঘটনাটি ঘটে। ইব্রাহীম ও হোসেন ঘটনাস্থলেই মারা যায়। আর মুমূর্ষু অবস্থায় হৃদয়কে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক বেলা আড়াইটায় দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত হৃদয় যাত্রাবাড়ী শনিরআখড়া গোবিন্দপুর এলাকার আবদুস সালামের ছেলেএবং ধনিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

তিনি আরও জানান, কেরানীগঞ্জ হাসনাবাদে হৃদয়ের নানার বাড়ি। বৃহস্পতিবার তারা নানার বাড়িতে বেড়াতে যায়। ইব্রাহীম ও হোসেন কেরানীগঞ্জেই থাকে। শুক্রবার সকালের দিকে তারা তিনজনহাসনাবাদ বসুন্ধরা বালুর মাঠ এলাকায় একটি খালে গোসল করতে গিয়ে খালের পানিতে তলিয়ে যায়।

দক্ষিণ কেরানীগঞ্জের অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, ইব্রাহীম ও হোসেনের মরদেহ তাদের পরিবারের কাছেই আছে। আর হৃদয়েরর মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ হাবিলদার বাবুল মিয়া জানান, হৃদয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএস/কেআই/এনআই/মে ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর