thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

গণভবনের বাইরে মিস ফায়ারিংয়ে পুলিশ সদস্য নিহত

২০১৭ মে ২৭ ০৮:২২:২৫
গণভবনের বাইরে মিস ফায়ারিংয়ে পুলিশ সদস্য নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর গণভবন এলাকায় দায়িত্বরত অবস্থায় আতিকুর রহমান (৩৮) নামের এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

শুক্রবার (২৬ মে) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান।

মৃত আতিক নোয়াখালী জেলার হাতিয়া উপজেলারচরকিং গ্রামের বাহার উদ্দিনের ছেলে।

শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিজি বিশ্বাস জানান,মৃত আতিক এসপিবিএন এ নায়েক হিসাবে কর্মরত ছিলেন।

ওসি আরও জানান, তাদের সদস্যদের কাছ থেকে জানতে পেরেছিসে রাতে গণভবন এলাকায় ডিউটিরত অবস্থায় নিজের অস্ত্র থেকে মিস ফায়ারিং হয়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. জেসমিন নাহারআতিকের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএস/এনটি/এনআই/মে ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর