thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

২০১৭ মে ২৭ ১২:৪৩:৫৬
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে মুরগি বোঝাই মিনি ট্রাক ও দিনাজপুরগামী একটি খালি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই জন এবং বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও একজন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

শনিবার সকালে উপজেলার ভাদুরিয়া পাকুরিয়া রত্মাদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নওগা বদলগাছি উত্তর হরিহরপুর গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে আসলাম (৩৫), একই এলাকার ছাইফুল ইসলামের ছেলে মানিক (৪০) ও মন্টু মিয়ার ছেলে আশিক (২২)।

আহতরা হলেন, মানিক(২২), সহিদুল (৩২) এবং শাওন (২৫)। তাদের বাড়ি নওগাঁ বদলগাছি বলে জানা যায়।

নবাবগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়রা জানান, হিলি থেকে মুরগি বোঝাই একটি মিনি ট্রাক গোবিন্দগঞ্জ যাওয়ার পথে ভাদুরিয়া সড়কের রত্মাদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মুরগির ট্রাকে থাকা দুই যাত্রী আসলাম হোসেন (৩৫) এবং মানিক (৪০) নিহত হয়।

আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আশিক (২২) নামের একজন নিহত হয়।

আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিরামপুর-নবাবগঞ্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) এ এস এম হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এআরই/এনআই/মে ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর