thereport24.com
ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৮ শাওয়াল 1445

জাবির দুই ছাত্র নিহত

ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ চলছে

২০১৭ মে ২৭ ১৬:১৭:৫২
ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ চলছে

জাবি প্রতিনিধি : শুক্রবার (২৬ মে) সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র নিহতের ঘটনায় ৫ দফা দাবি বাস্তবায়নে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

শনিবার (২৭ মে) সকাল সোয়া ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবরোধ করে শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বস্ত করার পরও অবরোধ তুলে নেয়নি শিক্ষার্থীরা।

এদিকে প্রায় চার ঘন্টা কোন গাড়ি চলাচল করতে না পারায়রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রিরা।

অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানিয়েছেন, যে পর্যন্ত দাবি বাস্তবায়নের কাজ শুরু না হবে সে পর্যন্ত অবরোধ চলবে।

উল্লেখ্য, গত শুক্রবারজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন সিএনবি এলাকায় একসড়ক দুর্ঘটনায়জাবির দুই ছাত্র নিহত হয়।

(দ্য রিপোর্ট/এএস/কেএনইউ/২৭ মে,২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর