thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

বিএনপির ভিশনে আ’লীগের মাথা খারাপ : ফখরুল

২০১৭ মে ২৭ ১৬:২৩:১৬
বিএনপির ভিশনে আ’লীগের মাথা খারাপ : ফখরুল

দ্য রিপোর্টট প্রতিবেদক : বিএনপির ভিশন-২০৩০ ঘোষণার পর আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘২০৩০ সাল দেওয়ার পরেই আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে। অনেকের সন্দেহ তারা সুস্থ আছে কি না।’

শনিবার দুপুরে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে সরকারকে সরাতে হবে। এজন্য সবাইকে দেশব্যাপী ছড়িয়ে পড়তে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে তল্লাশির এই ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তার জবাব দিতে হবে।’

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশির কথা জানিয়েআওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দেওয়া বক্তব্যের কথা নিয়ে বলেন, ‘আমরা অত্যন্ত চিন্তিত ও উদ্বিগ্ন। যেহেতু তল্লাশি করে পুলিশ বলেছে প্রাপ্তি শূন্য তাই স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন দেখা দিয়েছে আসলে সরকার চালাচ্ছে আওয়ামী লীগ নেতারা নাকি গোয়েন্দারা? আমরা স্পষ্ট করে বলছি- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি রাষ্ট্রের জন্য বিপজ্জনক। তাহলে কোন গোয়েন্দা সংস্থা পুলিশকে বিভ্রান্ত করছে।’

তিনি বলেন, ‘তিন বছরে জনগণের উপর সরকার স্ট্রিম রোলার চালিয়েছে সরকার। নীলনকশা বাস্তবায়নে তারা এগোচ্ছে। হত্যা, গুম, খুন এখন কোনো ব্যাপারই না। সেদিন খুলনায় আমাদের দলের নেতা মিঠুকে খুন করা হলো। তার বাবাকেও হত্যা করা হয়েছিল।’

ফখরুল ইসলাম বলেন, জনগণকে বোকা বানানোর জন্য অর্থনৈতিক ও উন্নয়ন নিয়ে ভুল পরিসংখান দিচ্ছে সরকার। উচ্চ মধ্যম আয়ের দেশ হয়ে গেছে, উন্নয়নের লহড়ি বয়ে যাচ্ছে। কিন্তু রেমিটেন্স কমে যাচ্ছে। রফতানি আয় কমে যাচ্ছে। সামনে রোজা প্রতিটি জিনিসের দাম বাড়ছে।’

যুবদলের নেতাকর্মীদের সারাদেশে ছড়িয়ে পড়ে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ হয়ে সরকারকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করতে হবে। জয় আমাদের হবেই।’

যুবদল সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুবদল সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু প্রমুখ।

(দ্য রিপোর্টট/সাআ/এপি/মে ২০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর