thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

হাইকোর্টের সামনে ভাস্কর্য অপসারণ

প্রতিবাদকারীদের নামে হত্যাচেষ্টার অভিযোগে মামলা

২০১৭ মে ২৭ ১৭:০৭:০২
প্রতিবাদকারীদের নামে হত্যাচেষ্টার অভিযোগে মামলা

দ্য রিপোর্ট প্রতিবেদক : সুপ্রিম কোর্টের সামনে লেডি জাস্টিসের আদলে গড়া ভাস্কর্যটি অপসারণের প্রতিবাদকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে শাহবাগ থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ চারজনের নাম উল্লেখ করে এতে আসামি করা হয়েছে অজ্ঞাত ১৪০ জনকে। শুক্রবারের এ ঘটনার রাতেই বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন উপ-পরিদর্শক (এসআই) মোফাচ্ছারুল ইসলাম। মামলাটি তদন্ত করছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মীর্জা মো. বদরুল হাসান।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান দ্য রিপোর্টকে জানান, সরকারি কাজে বাধা দেওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় চারজনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে আরও অজ্ঞাত ১৪০ জনকে। এ মামলায় গ্রেফতারদের শনিবার আদালতে পাঠানো হয়েছে। ১৪৭, ১৪৮, ১৪৯, ১৮৬, ৩৩২, ৩৩৩, ৩৫৩ ৩৬০, ৪২৭ পেনাল কোডে মামলা দায়ের হয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপি/মে ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর