thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

২০১৭ মে ২৮ ১০:২০:৩১
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

দ্য রিপোর্ট ডেস্ক : ধুলিঝড়ের কারণে সৌদি আরবে পাঁচ বাসের সংঘর্ষে অন্তত ছয়জন নিহত ও ৮১ জন আহত হয়েছেন। নিহতদের যাদের মধ্যে বাংলাদেশিও থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। শুক্রবার রাতে মদিনা-কাশিম মহাসড়কে এ ঘটনা ঘটে।

রবিবার (২৮ মে) এ খবর প্রকাশ করেছে সৌদি আরবের সংবাদ মাধ্যম সৌদি গেজেট।

খবরে বলা হয়, ওমরাহ শেষে যাত্রীদের নিয়ে বাসগুলো সৌদি আরবের রিয়াদ ও আরব আমিরাতের দিকে যাচ্ছিল। আল কাশিম প্রদেশের রাজধানীর বুরাইদাহ থেকে ২২৫ কিলোমিটার দূরে সাকরিয়াত কাবরা সেতুর কাছে সেগুলো দুর্ঘটনায় পড়ে।

দেশটির আল কাশিম প্রদেশের সিভিল ডিফেন্সের উপ মুখপাত্র কর্নেল আবদুলআজিজ আল-তামিমির বরাত দিয়ে সৌদি পত্রিকাটি জানিয়েছে, শুক্রবার রাতে এ দুর্ঘটনায় অন্তত ৮১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৬ জনের অবস্থা গুরুতর।

সৌদি গেজেট লিখেছে, পাঁচটি বাসে অন্তত দুইশ যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

কর্মকর্তাদের বরাত দিয়ে সৌদি গেজেট জানিয়েছে, ধুলিঝড়ের কারণে দৃষ্টিসীমা কমে আসায় মহাসড়কে দুটি বাহনের মধ্যে সংঘর্ষের পর বাকিগুলোও দুর্ঘটনায় পড়ে বলে ধারণা করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর