thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশি গ্রেফতার

২০১৭ মে ২৮ ১৬:০৬:৩১
ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশি গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি : ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে দিনাজপুরের বিরামপুর সীমান্তে আনোয়ার হোসেন (২৫) ও আতিয়ার রহমান (২২) নামে দুই বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আনোয়ার হোসেন জয়পুরহাট সদর উপজেলার গোরিপাড়া গ্রামের ওবায়দুল ইসলামের ছেলে এবং আতিয়ার রহমান একই জেলার শাহাজাদপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

রবিবার (২৮ মে) দুপুরে গ্রেফতারদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার রাত ১১টায় উপজেলার চৌঘুরীয়া বাসুপাড়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়েছিল।

২৯ ব্যাটালিয়নের অধিনায়ক কোরবান আলী বলেন, ‘শনিবার রাতে চৌঘুরীয়া সীমান্তের মেইন পিলার-২৮৯/২৫ সাব পিলার দিয়ে অবৈধভাবে দুই যুবক ভারতে প্রবেশ করার সময় বাংলাদেশের ১০ গজ অভ্যন্তরে ওই দুই যুবককে বিজিবি’র ঘাসুড়িয়া ক্যাম্পের সদস্যরা আটক করে। রাতেই তাদের বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলা নং-২৩। রবিবার দুপুরে আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/একেএ/এপি/মে ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর