thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

বেশি ঘাম হলে মেনে চলুন কিছু টিপস

২০১৭ মে ২৮ ১৭:৩৭:০০
বেশি ঘাম হলে মেনে চলুন কিছু টিপস

দ্য রিপোর্ট ডেস্ক : শুধু রোদ, গরম বলে নয়। অনেকেই আছেন, যাদের প্রচুর ঘাম হয়। আর ঘাম হলেই সঙ্গে আসে দুর্গন্ধ। কিন্তু রূপের সঙ্গে কোনও সমোঝতা নয়।

তাই প্রচুর ঘাম হলেও কীভাবে ফ্রেশ লুক পাবেন, তার জন্য রইল কিছু টিপস-

ড্রাই শ্যাম্পু

প্রত্যেকদিন শ্যাম্পু করা যায় না। কিন্তু ঘাম হলে চুলে ও স্কাল্পে বড্ড দুর্গন্ধ হয়। কেমন একটা চিপচিপেভাব দেখা দেয়। এমন অস্তত্বিকর পরিস্থিতি এড়িয়ে চলতে ব্যবহার করতে পারেন ড্রাই শ্যাম্পু। চটজলদি ব্যবহারও করা যায় এবং নিমেষের মধ্যে চিপচিপেভাব ও দুর্গন্ধের হাত থেকে নিস্তার মেলে।

ফুট স্প্রে

জুতা, মোজা পরলে পায়ে ঘাম হয়। তার ফলে বিচ্ছিরি দুর্গন্ধ হয় পায়ে, সহ্যই করা যায় না। এমনটা হলে ব্যবহার করুন ফুট স্প্রে।

অ্যান্টিপার্সপিরেন্ট ওয়াইপস

যদি বেশি ঘাম হয়, ব্যবহার করুন অ্যান্টিপার্সপিরেন্ট ওয়াইপস। তাতে ত্বকের উপর নোংরাও দূর হবে, আপনি সতেজ বোধ করবেন।

অ্যান্টিপার্সপিরেন্ট হ্যান্ড লোশন

অনেকের হাত পা খুব ঘামে। সেক্ষেত্রে ব্যবহার করুন অ্যান্টিপার্সপিরেন্ট হ্যান্ড লোশন। অনেকটা ফ্রেশ বোধ করবেন।

সোয়েট ফ্রি সানস্ক্রিন

অয়েল ফ্রি সানস্ক্রিন যেমন পাওয়া যায়, তেমনই পাওয়া যায় সোয়েট ফ্রি সানস্ক্রিন। সাধারণ সানস্ক্রিন ব্যবহার করলে, অতিরিক্ত ঘামে সব ধুয়ে মুছে যাবে। সোয়েট ফ্রি সানস্ক্রিন ব্যবহার করলে তা ত্বকের উপর দীর্ঘসময় পর্যন্ত থাকবে। আপনিও ফ্রেশ থাকবেন।

(দ্য রিপোর্ট/এফএস/এনআই/মে ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর