thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

৭০তম কান চলচ্চিত্র উৎসব

স্বর্ণপাম জিতে নিয়েছে ‘দ্য স্কয়ার’

২০১৭ মে ২৯ ০৯:১০:১৫
স্বর্ণপাম জিতে নিয়েছে ‘দ্য স্কয়ার’

দ্য রিপোর্ট ডেস্ক : সবাইকে চমকে দিয়ে ৭০তন কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম ঘরে তুললেন সুইডিশ নির্মাতা রুবেন ওস্টলান্ড। তার ছবি ‘দ্য স্কয়ার’ জিতেছে কান উৎসবের সবচেয়ে বড় পুরস্কার স্বর্ণপাম।

রবিবার (২৮ মে) রাত সোয়া ৮টায় (বাংলাদেশ সময় রাত সোয়া এগারোটা) কান উৎসবের মূলকেন্দ্র পালে দো ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

পরিচালক রুবেন অস্টলুন্ডের হাতে স্বর্ণপাম তুলে দেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ ও প্রতিযোগিতা বিভাগের বিচারকদের সভাপতি স্প্যানিশ নির্মাতা পেদ্রো আলমোদোভার।

একনজরে কান চলচ্চিত্র পুরস্কার ২০১৭

পাম দ’র : দ্য স্কয়ার (রুবেন অস্টলুন্ড, সুইডেন)

গ্র্যাঁ প্রিঁ : ১২০ বিটস পার মিনিট (রবিন ক্যাম্পিলো, ফ্রান্স)

জুরি প্রাইজ : লাভলেস (আন্দ্রেই জিয়াগিন্তসভ, রাশিয়া)

সেরা অভিনেতা : জোয়াক্যু ফিনিক্স (ইউ ওয়্যার নেভার রিয়েলি হিয়ার, ব্রিটেন)

সেরা অভিনেত্রী : ডায়েন ক্রুজার (ইন দ্য ফেড, জার্মানি)

সেরা পরিচালক : সোফিয়া কপোলা (দ্য বিগাইল্ড)

সেরা চিত্রনাট্যকার (যৌথভাবে) : লিন রামসে (ইউ ওয়্যার নেভার রিয়েলি হিয়ার) এবং গ্রিসের ইওর্গস লানতিমস (দ্য কিলিং অব দ্য স্যাক্রেড ডিয়ার)

ক্যামেরা দ’র : লিওনর সেরাইল (ইয়াং ওম্যান, ফ্রান্স)

সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : অ্যা জেন্টেল নাইট (কিয়াই ইউ ইয়াং, চীন)

৭০তম বার্ষিকী পুরস্কার: নিকোল কিডম্যান

(দ্য রিপোর্ট/পিএস/এনআই/মে ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর