thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

প্রেস ক্লাবের সামনে বুধবার ইনকিলাবের চাকরিচ্যুতদের মানববন্ধন

২০১৭ মে ২৯ ২১:১৪:০২
প্রেস ক্লাবের সামনে বুধবার ইনকিলাবের চাকরিচ্যুতদের মানববন্ধন

দ্য রিপোর্ট প্রতিবেদক : বেতন-ভাতাসহ পাওনাদি পরিশোধের দাবিতে বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে চাকরিচ্যুত ইনকিলাব সাংবাদিক- কর্মচারী ঐক্য পরিষদ। সোমবার চাকরিচ্যুত ইনকিলাব সাংবাদিক- কর্মচারী ঐক্য পরিষদের এক জরুরি বৈঠকে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

ঐক্য পরিষদের আহ্বায়ক শামীম চৌধুরী ও সদস্য সচিব হাসান-উজ জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন চাকরিচ্যুত শতাধিক সাংবাদিক-কর্মচারির ২৬ মাসের বকেয়া বেতন-ভাতাসহ যাবতীয় পাওনাদি পরিশোধ করা নিয়ে গত ১ মাস ধরে টালবাহানা করছেন। চাকরিচ্যুত সাংবাদিক-কর্মচারীরা পাওনা চাইতে গেলে ইনকিলাব অফিসে ঢুকতে বাঁধা দেওয়া হচ্ছে। চাকরিচ্যুত সাংবাদিক-কর্মচারীদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে। যা একেবারেই অমানবিক, মানবাধিকার পরিপন্থী ও প্রাপ্য নায্য পাওনা থেকে বঞ্চিত করার পাঁয়তারা।’

ঐক্য পরিষদের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইনকিলাব সম্পাদককে সমুদয় পাওনাদি পরিশোধে ইতোমধ্যে একাধিক আলটিমেটাম দেওয়া হয়। ইনকিলাব সম্পাদক তার মায়ের অসুস্থতা, রাষ্ট্রদ্রোহী মামলার হাজিরাসহ বিভিন্ন কারণ দেখিয়ে দফায় দফায় সময় নিয়েছেন, সমুদয় পাওনা পরিশোধের আশ্বাসও দিয়েছেন। কিন্তু তার দেওয়া কোনো প্রতিশ্রুতিই রাখেননি। প্রতিশ্রুতি ছিল তার প্রতারণার আশ্রয়মাত্র। এহেন পরিস্থিতিতে চাকরিচ্যুত সাংবাদিক-কর্মচারিরা তাদের পাওনাদি নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

এমতাবস্থায় সোমবার সাংবাদিক-কর্মচারী ঐক্য পরিষদের এক জরুরি বৈঠকে আগামী ৩১ মে (বুধবার) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এই কর্মসূচি পালনে ইনকিলাব সাংবাদিক-কর্মচারী ঐক্য পরিষদ সাংবাদিক সমাজসহ সকল পেশাজীবীদের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছে।’

(দ্য রিপোর্ট/কেএ/এপি/এনআই/মে ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর