thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

হোঁচট খেয়েও জিতলেন মারে

২০১৭ মে ৩১ ১১:৩১:২০
হোঁচট খেয়েও জিতলেন মারে

দ্য রিপোর্ট ডেস্ক : মেয়েদের শীর্ষ বাছাই অ্যাঞ্জেলিক কারবার আগেই ছিটকে গিয়েছিলেন। মঙ্গলবার ফরাসি ওপেনে তাই যাবতীয় আগ্রহ ছিল পুরুষদের শীর্ষ বাছাই অ্যান্ডি মারেকে ঘিরে। টুর্নামেন্টের আগেই চোট আর ফর্মে না থাকার সমস্যায় ভুগছিলেন ব্রিটিশ এক নম্বর সিঙ্গেলস খেলোয়াড়। তাই প্রথম রাউন্ডে তিনি কতটা দাপট দেখাতে পারেন সেটাই ছিল দেখার।

শেষ পর্যন্ত অবশ্য কোনও অঘটন ঘটল না। দ্বিতীয় রাউন্ডে উঠলেন মারে। তবে একটা অস্বস্তির কাঁটা থাকল। বিশ্ব র‌্যাংকিংয়ে ৭৩ নম্বরে থাকা প্রতিদ্বন্দ্বী রাশিয়ার আন্দ্রেই কুজেনেৎসভের বিপক্ষে মারে জিতলেন বটে। তবে দ্বিতীয় সেট খুইয়ে। ফল ৬-৪, ৪-৬, ৬-২, ৬-০।

এ দিন সবচেয়ে বড় অঘটন ঘটালেন অবাছাই স্পেনের ফার্নান্দো ভার্দাস্কো। নবম বাছাই আলেকজান্ডার জেরেভকে হারিয়ে। ইতালিয়ান ওপেনের ফাইনালে নোভাক জকোভিচকে হারিয়ে হইচই ফেলে দেওয়া জেরেভকে ভার্দাস্কো হারান ৬-৪, ৩-৬, ৬-৪, ৬-২। ২০ বছর বয়সি জার্মান খেলোয়াড় মিউনিখ আর রোমে জেতার পর যে প্রত্যাশা তৈরি করেছিলেন সেটা যে এভাবে ভেঙে পড়বে সেটা নিজেও হয়তো ভাবতে পারেননি। তাই এক সময় কোর্টে হতাশায় র‌্যাকেটও ভাঙতে দেখা যায় তাকে। মেয়েদের সিঙ্গেলসে আবার অঘটন চীনা তাইপের সু ওয়েই সিয়ের। তিনি সপ্তম বাছাই ব্রিটিশ তারকা জোহানা কন্টাকে ১-৬, ৭-৬ (২), ৬-৪ হারান।

পুরুষদের সিঙ্গেলসে মঙ্গলবার নজর ছিল হুয়ান মার্টিন দেল পোত্রো, নিক কিরিয়স এবং স্ট্যানিসলাস ওয়ারিঙ্কার ওপরও। তিনজনই অবশ্য কোনো অঘটন না ঘটিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন।

পাঁচ বছর পরে রোলঁ গ্যারোজে নেমে দেল পোত্রো হারালেন সতীর্থ জুইডো পেল্লাকে ৬-২, ৬-১, ৬-৪। ঠিক একই সময় নেমেছিলেন নিক কিরিয়স। সপ্তাহখানেক আগেই যার কোমর আর পিঠে চোটের সমস্যা ছিল। তবে মঙ্গলবার অবশ্য ফিলিপ কোলস্রাইবারকে হারাতে সমস্যা হয়নি অস্ট্রেলীয় তারকার। তিনি জিতলেন ৬-৩, ৭-৬ (৪), ৬-৩। ২০১৫ এর চ্যাম্পিয়ন স্ট্যানিসলাস ওয়ারিঙ্কাও জিতলেন জোসেফ কোভালিকের বিরুদ্ধে ৬-২, ৭-৬ (৬), ৬-৩।

(দ্য রিপোর্ট/এনপিএস/মে ৩১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর