thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ মার্চ 24, ১৩ চৈত্র ১৪৩০,  ১৭ রমজান 1445

এলআরজিবি ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ১৬:৪৮:১২
এলআরজিবি ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

দ্য রিপোর্ট প্রতিবেদক : এলআরজিবি ইউনিট ফান্ড নামে একটি বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। মঙ্গলবার কমিশনের ৫১১তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফান্ডটির আকার হচ্ছে ১০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তাদের অংশ ১ কোটি এবং বাকি ৯ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য প্রাথমিকভাবে বরাদ্দ রাখা হয়েছে। এ ফান্ডের অভিহিত মূল্য ১০ টাকা।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করছে এলআর গ্লোবাল বাংলাদেশ এসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/সা/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর