thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

মেসিকে ছাড়িয়ে আবারও আয়ের শীর্ষে রোনালদো

২০১৭ জুন ০৮ ১৮:৩৭:১৯
মেসিকে ছাড়িয়ে আবারও আয়ের শীর্ষে রোনালদো

দ্য রিপোর্ট ডেস্ক : বিশ্বের নামীদামী সব খেলোয়াড়দের পেছনে ফেলে আবারও আয়ের দিক থেকে শীর্ষস্থান দখল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফোর্বস সাময়িকীর বছরের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদের তালিকায় টানা দ্বিতীয় বছরের মত শীর্ষে তিনি। ওই তালিকায় লিওনেল মেসি আছেন তিনে।

ফোর্বসের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে বেতন-বোনাস ও অন্যান্য আয়সহ রোনালদোর উপার্জন ছিল ৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। গত বছরের চেয়ে এবার যা ৫ মিলিয়ন ডলার বেশি।

৮ কোটি ৬২ লাখ ডলার আয় নিয়ে এরপরই আছেন বাস্কেটবলে ইউরো জয়ী পর্তুগাল দলের অধিনায়ক লেব্রন জেমস। তৃতীয় স্থানে রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী মেসি। আর্জেন্টাইন অধিনায়কের আয় বাৎসরিক ৮ কোটি ডলার। টেনিস তারকা রজার ফেদেরার আছেন ৪ নম্বরে। তার আয় ৬ কোটি ৪০ লাখ ডলার।

(দ্য রিপোর্ট/এজে/এনআই/জুন ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর