thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

শুক্রবার প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

২০১৭ জুন ০৮ ২১:৫৪:০২
শুক্রবার প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

দ্য রিপোর্ট ডেস্ক : আবারও প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে ল্যাটিন আমেরিকান ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ৯ জুন (শুক্রবার) অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে রোমাঞ্চকর আন্তর্জাতিক এই ম্যাচটি। বাংলাদেশ সময় বিকেল চারটা পাঁচ মিনিটে শুরু হবে দুই দলের এই লড়াই।

প্রীতি ম্যাচ হলেও দুদলের লড়াইটি আলাদা গুরুত্ব পাচ্ছে নানা কারণে। বিশেষভাবে নজরে থাকবেন মেসিদের নতুন কোচ হোর্হে সাম্পাওলি। সুপার ক্লাসিকো দিয়েই আর্জেন্টিনার কোচের আসনে অভিষেক হতে যাচ্ছে তার।

অন্যদিকে বিশ্বকাপ বাছাইপর্বে শীর্ষে থাকা ব্রাজিল আছে ফুরফুরে মেজাজে। কোচ তিতের অধীনে সম্পূর্ণ বদলে যাওয়া এক দল ব্রাজিল। দুঙ্গার আমলের রক্ষণশীল বদনাম থেকে বেরিয়ে আবারও ছন্দময় ফুটবল খেলছেন নেইমার-জেসাসরা।

আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচটি খেলতে ইতিমধ্যে অস্ট্রেলিয়া পৌঁছেছে দু’দলই। সুপার ক্লাসিকো ম্যাচটিকে সামনে রেখে অনুশীলনও করেছে তারা।

উল্লেখ্য, এই ম্যাচের পর আগামী ১৩ জুন আরেকটি প্রীতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। একই দিন আর্জেন্টিনা আরেকটি প্রীতি ম্যাচ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে।

(দ্য রিপোর্ট/এজে/এনআই/জুন ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর