thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

চোখে আঘাত পেয়েছেন জেসুস

২০১৭ জুন ১১ ২২:০৪:১৯
চোখে আঘাত পেয়েছেন জেসুস

দ্য রিপোর্ট ডেস্ক : চোখে আঘাত পেয়েছেন ব্রাজিল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। গেল ৯ জুন (শুক্রবার) আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচের শেষ দিকে ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির কনুইয়ে আঘাতে চোট পেয়ে মাঠ ছাড়েছিলেন তিনি।

প্রথমদিকে তার চোট গুরুতর বলে ধারণা করা হলেও হাসপাতালে কিছু পরীক্ষার পর ব্রাজিল দলের এক কর্মকর্তা জানিয়েছেন, সুস্থ আছেন জেসুস। দলের সমন্বয়ক এদু গাস্পারও জানান, চোট সংক্রান্ত কোনো সমস্যা নেই এই ফরোয়ার্ডের।

তবে, শনিবার ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ জানায়, ২০ বছর বয়সী এই ফরোয়ার্ডের বাঁ চোখের পাশে চিড় ধরা পড়েছে।

জেসুস অবশ্য নিজের এই চোট গুরুতর নয় বলে জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, ‘আমি ভালো আছি।’

উল্লেখ্য, গত ৯ জুন প্রীতি ম্যাচে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে যায় জেসুসের দল ব্রাজিল।

(দ্য রিপোর্ট/এজে/জুন ১১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর