thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

অবৈধ স্থাপনা উচ্ছেদে সংঘর্ষে পুলিশ ও বন কর্মকর্তাসহ আহত ১০

২০১৭ জুন ১২ ২০:১৯:০১
অবৈধ স্থাপনা উচ্ছেদে সংঘর্ষে পুলিশ ও বন কর্মকর্তাসহ আহত ১০

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে বন বিভাগের জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে দখলদারদের সাথে পুলিশ ও বন বিভাগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হাকিম আজাদ ও বনবিভাগের কর্মকর্তাসহ ১০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বন বিভাগ ৮ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। সোমবার (১২ জুন) দুপুর ১২টায় এই ঘটনা ঘটে।

দিনাজপুর সামাজিক বন বিভাগের বিরামপুর ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুজ্জামান চৌধুরী জানান, হরিপুর ফরেস্ট বিটের অধীনে হরিপুর বুড়িমন্ডপ নামক স্থানে বন বিভাগের জমিতে আব্দুর রহিমের ছেলে মাসুদ রানা অবৈধভাবে স্থাপনা তৈরি করে। সেখানে তারা বনের গাছ কেটে দালান তৈরি করে।

হরিপুর বিটের অতিরিক্ত দায়িত্ব বিট কর্মকর্তা নিশিকান্ত মালাকার জানান, সোমবার দুপুরে অভিযান পরিচালনা করতে গেলে দখলদাররা পুলিশসহ বন বিভাগের কর্মকর্তাদের উপর হামলা চালায়। এ ঘটনায় নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হাকিম আজাদের বাম হাত ভেঙ্গে যায়।

অন্য আহতরা হলেন দিনাজপুর সামাজিক বন বিভাগের সহকারী বন কর্মকর্তা রফিকুজ্জামান, মধ্যপাড়া ফরেস্ট রেঞ্জের কর্মকর্তা রঞ্জিবুল আমিন, কুশদহ বিটের ফরেস্টার গোলাম (৫৭), বাগান মালি শ্রী কিনারাম বর্মণ (৫০), বন প্রহরী মোজাফফর হোসেন, বাগান মালি ফারাজ উদ্দিন, হরিপুর বিট কর্মকর্তা নিশিকান্ত মালাকার আহত হয়েছেন। অপরদিকে দখলদারদের পক্ষে মাসুদ আলীর স্ত্রী শিল্পী (২৫) ও কোরবান আলীর স্ত্রী খাদিজা বেগম (৪০) আহত হয়।

আহতরা নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে পুলিশ পরিদর্শক আব্দুল হাকিমের হাত ভেঙ্গে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে ঘটনার পর নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা বন উন্নয়ন কমিটির সভাপতি মো. বজলুর রশীদ ও বিরামপুর সার্কেলের এএসপি এএসএম হাফিজুর রহমান ঘটনাস্থলে যান।

ঐ গ্রামের তহিবুর রহমান জানান, দীর্ঘদিন ধরে হরিপুর বিটে কর্মকর্তা না থাকায় অতিরিক্ত দায়িত্ব দিয়ে বন রক্ষার দায়িত্ব পালন করায় একের পর এক বনের জমি দখল নিয়ে দেখা দিয়েছে জটিলতা। তিনি উপস্থিত বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট হরিপুর ফরেস্ট বিট পরিচালনার জন্য কর্মকর্তা নিয়োগের দাবি জানান।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এনআই/জুন ১২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর