thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

‘পিলখানা হত্যাকাণ্ডে আইএসআই জড়িত’

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ২১:১৯:২১
‘পিলখানা হত্যাকাণ্ডে আইএসআই জড়িত’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘পিলখানা হত্যাকাণ্ডে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই জড়িত।’

জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মঙ্গলবার সন্ধ্যায় পত্রপত্রিকার উদ্ধৃতি দিয়ে তিনি এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘২০০৮ সালের ডিসেম্বরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার গঠন করা হয়। এর পরের বছর ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সেনা হত্যাকাণ্ড সংঘটিত হয়। আমরা অনেক বিদেশি পত্রপত্রিকায় দেখেছি এটাতে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা (আইএসআই) জড়িত ছিল। আমরা দেখেছি, হত্যাকাণ্ডের এক ঘণ্টা পর পুলিশের নিরাপত্তা ছাড়াই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ক্যান্টনমেন্টের বাড়ি ছেড়ে বেরিয়ে যান। তার জ্যেষ্ঠ ছেলেরও আইএসআইয়ের সঙ্গে সংশ্লিষ্টতার খবর পাওয়া গেছে।’

ক্ষমতাসীন দলের এ জ্যেষ্ঠ সংসদ সদস্য বলেন, ‘পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হয়েছে। আন্তর্জাতিকভাবেও এটি গ্রহণযোগ্যতা পেয়েছে। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বের কারণেই এটা সম্ভব হয়েছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির অনেক নেতা জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে জড়িত। এ কারণেই জেএমবি প্রকাশ্যে মানুষ হত্যাসহ জঙ্গি তৎপরতা চালিয়েছিল।’

জঙ্গি ছিনতাইয়ের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘ফাঁসির আসামিদের বহনে কোনো গাফিলতি থাকতে পারে। কিন্তু পুলিশকে হত্যা করে আসামি ছিনতাইয়ের ঘটনার পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল জঙ্গিদের পক্ষে অবস্থান নেওয়াটা দুঃখজনক। শেখ হাসিনা দেশে জঙ্গি উত্থান হতে দেননি।’

তবে বিএনপি-জামায়াত ও হেফাজতের মদদে জঙ্গি উত্থানে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন তিনি।

(দ্য রিপোর্ট/আরএইচ/এনডিএস/এএল/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর