thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

যৌথ প্রযোজনার নামে ভারতীয় চলচ্চিত্র চলবে না

২০১৭ জুন ১৮ ১৫:১৮:০৫
যৌথ প্রযোজনার নামে ভারতীয় চলচ্চিত্র চলবে না

দ্য রিপোর্ট প্রতিবেদক : যৌথ প্রযোজনা’র নামে ‘যৌথ প্রতারণা’ বন্ধের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছে দেশের চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৪টি সংগঠন। রবিবার দুপুর ১২টায় এফডিসির গেটে এই ধর্মঘট শুরু হয়। এর প্রেক্ষিতে চলচ্চিত্রনেতাদের ডেকেছেন তথমন্ত্রী হাসানুল হক ইনু।

এদিকে দুপুর ১২টায় এফডিসির সামনের সড়ক বন্ধ করে এই ধর্মঘট শুরু করেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৪টি সংগঠনের নেতারা। এ সময় কারওয়ান বাজার থেকে মগবাজার ইস্কাটন পর্যন্ত যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন পথচারীরা।

দুপুর একটার দিকে ধর্মঘটকারীরা এফডিসির গেট থেকে মিছিল সহকারে মগবাজারের ইস্কাটনে সেন্সর বোর্ডের সামনে অবস্থান নেন। মিছিল থেকে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টি মিডিয়ার বিরুদ্ধে স্লোগান দেন তারা। আন্দোলনকারীরা দাবি তুলেন যৌথ প্রযোজনার নামে ভারতীয় চলচ্চিত্র চলবে না।

এরই প্রেক্ষিতে আন্দোলনের নেতাদের একটি অংশকে তথ্যমন্ত্রী ডেকেছেন। জানা গেছে মন্ত্রীর সাথে আন্দোলনকারীদের বৈঠক চলছে।

যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি ‘বস ২’ এর সেন্সর সার্টিফিকেট বাতিল ও যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা বন্ধের দাবিতে অবস্থান ধর্মঘটে অংশ নিয়েছেন অভিনেতা মিশা সওদাগর, চিত্রনায়ক রিয়াজ, রুবিনা, জায়েদ খান, সাইমন, বাপ্পি, চিত্রনায়িকা পপি, পরি মনি, নিঝুম প্রমুখ।

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/জুন ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর