thereport24.com
ঢাকা, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮, ৭ বৈশাখ ১৪২৫,  32 রজব ১৪৩৯

রিলিজিয়াস রিপোর্টার্স ফ‌োরাম‌ের ইফতার মাহফ‌িল

২০১৭ জুন ১৮ ১৯:৫০:৩৮
রিলিজিয়াস রিপোর্টার্স ফ‌োরাম‌ের ইফতার মাহফ‌িল

দ্য রিপ‌োর্ট প্রত‌িব‌েদক : ধর্ম মন্ত্রণালয় ও ধর্মভ‌িত্তিক রাজন‌ৈত‌িক দলগুল‌ো ন‌িয়‌ে কাজ করা রিপ‌োর্টারদ‌ের সংগঠন রিলিজ‌িয়াস রিপোর্টার্স ফ‌োরাম‌ের (আরআরএফ) ইফতার মাহফ‌িল অনুষ্ঠ‌িত হয়‌েছে। রব‌িবার ব‌িক‌েলে রাজধানীর পল্টন‌ের একট‌ি হোট‌েলে এ ইফতার মাহফ‌িল অনুষ্ঠ‌িত হয়।

আরআরএফ’র সভাপত‌ি ফয়‌েজউল্লাহ ভুইয়ার সভাপত‌িত্ব‌ে ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল‌ের সঞ্চালনায় ইফতার মাহফ‌িল‌ে হাব‌ের স‌িনিয়র সহ-সভাপত‌ি মাওলানা ইয়াকুব শরাফতী, মহাসচ‌িব শাহাদত হ‌োস‌েন তসল‌িম, সাব‌েক মহাসচ‌িব শ‌েখ আব্দুল্লাহ, ঢাকা সাংবাদ‌িক ইউন‌িয়ন‌ের স‌োহ‌েল হায়দার চ‌ৌধুরী, জাহাঙ্গীর আলম প্রধান, ঢাকা রিপ‌োর্টার্স ইউন‌িটির সাধারণ সম্পাদক মুরসালিন ন‌োমানী, আরআরএফ’র ব‌িদায়ী সভাপত‌ি শামসুল ইসলাম, খ‌েলাফত আন্দ‌োলন একাংশ‌ের আম‌ির মাওলানা জাফরুল্লাহ খান, ইসলামী আন্দ‌োলন‌ের যুগ্ম-মহাসচ‌িব এট‌িএম হ‌েমায়‌েত উদ্দ‌িন, ইমত‌িয়াজ আলম, খেলোফত মজল‌িস‌ের শ‌েখ গ‌োলাম আজগর, হ‌েফাজত ন‌েতা ফজলুল করিম কাস‌েমী।

বাংলাদ‌েশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদ‌ের সভাপত‌ি ড আব্দুল্লাহ আল নাস‌ের, হাব‌ের সহসভাপত‌ি আব্দুস সালাম আরেফ, সাব‌েক সহসভাপত‌ি আব্দুল কব‌ির খান জামান, ফরিদ আহম‌েদ মজুমদার, ক‌োষাধ্যক্ষ মাওলানা ফজলুর রহমান, ধর্ম মন্ত্রণালয়ের সচ‌িব‌ের একান্ত সচ‌িব গ‌োলাম মওলা, জনসংয‌োগ কর্মকর্তা আন‌োয়ার হ‌োসেন।

(দ্য রিপোর্ট/ক‌েএ/এপি/এনআই/জুন ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবররে