thereport24.com
ঢাকা, সোমবার, ২১ মে ২০১৮, ৭ জ্যৈষ্ঠ ১৪২৫,  ৪ রমজান ১৪৩৯

ঠাকুরগাঁওয়ের মথরাপুরে একসঙ্গে ১০টি নাইটকুইন

২০১৭ জুন ১৯ ০৮:২০:২২
ঠাকুরগাঁওয়ের মথরাপুরে একসঙ্গে ১০টি নাইটকুইন

নবীন হাসান : দীর্ঘ প্রতীক্ষার পর সুবাসিত ঘ্রাণে পাপড়ি মেলেছে দুর্লভ নাইট কুইন। রাতের আধারে আলোক উজ্জ্বল রঙে উদ্ভাসিত প্রকৃতির অপরূপ নিপুণ কারুকাজে নাইট কুইন। ফুলের সরব উপস্থিতিতে আনন্দ, উচ্ছ্বাস আর উৎসবের ঝিলিকে পরিণত হয়েছে।

১৮ জুন রাত সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরতলীর মথুরাপুর গ্রামে আবদুল মালেক সোনা মেম্বারের শখের বাগানে তিনটি গাছে মোট ১০টি নাইটকুইন ফুল একসঙ্গে ফুটেছে।

এই ফুল এমনিতেই দুষ্প্রাপ্য। সেইসঙ্গে দশটি ফুল দেখতে পাওয়া আরও দুর্লভ বিষয়।

সাবেক ইউপি সদস্য আবদুল মালেক বলেন, ‘প্রায় ১ বছর আগে আমার স্ত্রী মেরীনা বেগম নাইটকুইন গাছগুলো লাগিয়েছিলেন। ভালো মতো যত্ন নেওয়া হয় গাছগুলো। ১৭ জুন রাতে একটি গছে মোট ২টি ফুল ফোটে। এর পর ১৮ জুন একটি গাছে ৮টি ও বাকি দুটি গাছে ১টি করে ফুল ফোটে।

(দ্য রিপোর্ট/এনটি/এনআই/জুন ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবররে