thereport24.com
ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৮ শাওয়াল 1445

দুই পক্ষকেই আশ্বস্ত করেছেন তথ্যমন্ত্রী!

২০১৭ জুন ১৯ ১২:০০:১৯
দুই পক্ষকেই আশ্বস্ত করেছেন তথ্যমন্ত্রী!

দ্য রিপোর্ট প্রতিবেদক : যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘নবাব’ ও ‘বস টু’ মুক্তিকে ঘিরে চলচ্চিত্র অঙ্গন এখন দুইভাগে বিভক্ত। ‘যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা’ বন্ধের দাবী নিয়ে রবিবার রাজপথে আন্দোলনে করেছে চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৪টি সংগঠনের সম্মিলিত প্লাটফর্ম ‘চলচ্চিত্র ঐক্যজোট’।

অন্যদিকে রাত ৮টায় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নেতৃত্বে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সিনেমা হল মালিক, বুকিং এজেন্ট, অভিনয়শিল্পীরা।

জানা গেছে, দুই পক্ষের সঙ্গেই বৈঠক করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। জাজের চেয়ারম্যান আব্দুল আজিজ বলেন, ‘মন্ত্রীকে আমরা বিষয়টি জানিয়েছি। সিনেমা হল বাঁচাতে হলে ভালো সিনেমা মুক্তি দিতে হবে। সিনেমার স্বার্থেই দুটো সিনেমা মুক্তি দিতে হবে। এ দুটো সিনেমা যদি মুক্তি না দেওয়া হয় আমাদের ব্যবসায়িক ক্ষতির মুখোমুখি হতে হবে। ব্যবসায়িক ক্ষতি মাথায় নিয়ে সিনেমা প্রযোজনা করবো না। আমার ১২টি সিনেমা হলেও কোন ছবি চালাবো না। মন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন।’

একই দিন অভিনেতা ফারুকের নেতৃত্বে চলচ্চিত্র ঐক্যজোটের নেতারা তথ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘যৌথ প্রযোজনার নামে যে অনিয়ম হচ্ছে আমরা সেটা মন্ত্রীর সামনে তুলে ধরেছি। তিনি আমাদের কাছে লিখিত আকারে অনিয়মের তালিকা চেয়েছেন। আমরা সেটা দেবো। মন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন যৌথ প্রযোজনার নামে দেশীয় চলচ্চিত্রের ক্ষতি হতে দেবেন না।’

(দ্য রিপোর্ট/পিএস/এনটি/এনআই/জুন ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর