thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

কলকাতায় ‘মহাজনের নাও’

২০১৭ জুন ১৯ ১২:১৩:২৯
কলকাতায় ‘মহাজনের নাও’

দ্য রিপোর্ট প্রতিবেদক : কলকাতার ষ্টেট ব্যাংক পার্ক সার্বজনীন দুর্গা উৎসব কমিটির আয়োজনে তিন দিনব্যাপী নাট্যোৎসবের সমাপনী দিনে (২ জুলাই) মঞ্চস্থ হবে বাংলাদেশের সুবচন নাট্য সংসদের নাটক ‘মহাজনের নাও’। শাকুর মজিদের লেখা ও সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় নাটকটির ১০৭তম প্রদর্শনী হবে এদিন।

জানা গেছে, উৎসবের উদ্বোধনী দিন (৩০ জুন) মুম্বাইয়ের রঙ্গালয় নাট্যদল মঞ্চস্থ করবে ‘ইসি দিন ইসি ওয়াক্ত’ এবং ১ জুলাই সার্কেল থিয়েটার পরিবেশন করবে নাটক ‘আষাঢ় কা একদিন’। উৎসবের উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ও নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু।

এর আগে মহাজনের নাও দক্ষিণ কোরিয়া, লন্ডনসহ কোলকাতা আসাম ত্রিপুরা বহরমপুর কোচবিহারের বিভিন্ন নাট্য উৎসবে একাধিকবার অংশগ্রহণ করে।

মরমী সাধক শাহ আবদুল করিমের জীবন ও দর্শননির্ভর এই নাটকে অভিনয় করেছেন আহাম্মেদ গিয়াস, আনছার আলী, আসাদুল ইসলাম, শাহ সালাউদ্দিন, সোনিয়া হাসান, লিঠু মন্ডল, তানভির, রাসেল ইমরান, ইমতিয়াজসহ অনেকে।

আগামী ৩০ জুন ২৩ সদস্যের দল নিয়ে সুবচন কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে এবং ফিরবে ৪ জুলাই।

(দ্য রিপোর্ট/পিএস/এনটি/এনআই/জুন ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর