thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ জুন ২০১৮, ১১ আষাঢ় ১৪২৫,  ১০ শাওয়াল ১৪৩৯

বাগেরহাটে বালির গর্তে পড়ে শ্রমিকের মৃত্যু

২০১৭ জুন ১৯ ১২:৩১:৩৪
বাগেরহাটে বালির গর্তে পড়ে শ্রমিকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপালে ৩৫ ফুট বালির গর্তে পড়ে জাকির ঢালী (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার (১৮ জুন) বিকেলে রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের তেলিখালি গ্রামের লিয়াকত আলীর মৎস্য ঘেরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির ঢালী রামপাল উপজেলার সদর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের শেখ আব্দুল আজিজ ঢালীর ছেলে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাসুদুর রহমান সরদার দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, রবিবার সকাল থেকে স্থানীয় তেলিখালি গ্রামের জনৈক লিয়াকত আলী তার মৎস্য ঘেরে ড্রেজার বসিয়ে বালু তুলছিলেন। বালু উত্তোলনের কারণে সেখানে অন্তত ৩০-৩৫ ফুট গভীরতার সৃষ্টি হয়। বিকেলে জাকির বালু উত্তোলনের ড্রেজারের পাশে পাইপের মুখ পরিষ্কার করতে নামলে সেখানে তলিয়ে যায়। পরে অন্য শ্রমিকরা জাকিরকে দেখতে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের বাগেরহাটের দুটি এবং খুলনার একটি ইউনিট সেখানে পৌঁছে প্রায় ৭ ঘন্টার চেষ্টা চালিয়ে জাকিরকে মৃত অবস্থায় উদ্ধার করে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন দ্য রিপোর্টকে জানিয়েছেন, গর্তের মধ্যে বালু চাপায় জাকিরের মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এনআই/জুন ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবররে