thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ জুন ২০১৮, ১০ আষাঢ় ১৪২৫,  ৯ শাওয়াল ১৪৩৯

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্ধুকযুদ্ধে’ ডাকাত সদস্য নিহত

২০১৭ জুন ১৯ ১৫:৫৭:১৩
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্ধুকযুদ্ধে’ ডাকাত সদস্য নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. সেলিম মিয়া (৩২) নামে এক ডাকাত সদস্যে নিহত হয়েছে। এ সময় সরাইল থানা পুলিশের ৫ সদস্য আহত হয়েছে।

সোমবার (১৯ জুন) ভোরে উপজেলার বেড়তলা এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ডাকাত সেলিম সরাইল উপজেলার মালিহাতা গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে।

উপজেলা সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সোমবার ভোরে বেড়তলা এলাকার লোকজন সেলিমকে আটক করে পুলিশে খবর দেয়। এ সময় পুলিশ এসে ডাকাত সেলিমকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তার দেওয়া তথ্যমতে তাকে নিয়ে বেড়তলা এলাকায় সেলিমের সঙ্গীদের ধরতে অভিযান চালায় পুলিশ। এ সময় সেলিমের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টাগুলি ছোড়ে। সহযোগীদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই সেলিম নিহত হয় এবং পুলিশের ৫ সদস্য আহত হয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ দুটি পাইপগান, ৮ রাউন্ড খালি কার্তুজ, দুই রাউন্ড তাজা কার্তুজ, একটি গ্রিল কাটার ও চারটি বর্শা উদ্ধার করেছে।

তিনি আরো জানিয়েছেন, নিহত ডাকাত সেলিমের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের অভিযোগে জেলার বিভিন্ন থানায় মোট ৮টি মামলা রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/জুন ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবররে