thereport24.com
ঢাকা, সোমবার, ২১ মে ২০১৮, ৭ জ্যৈষ্ঠ ১৪২৫,  ৪ রমজান ১৪৩৯

রাজধানীতে ফের পায়ুপথে বাতাস ঢুকে শ্রমিক আহত

২০১৭ জুন ১৯ ১৬:০১:০৪
রাজধানীতে ফের পায়ুপথে বাতাস ঢুকে শ্রমিক আহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়িতে ফ্যান ফ্যাক্টারিতে আবারও পায়ুপথে বাতাস ঢুকে আহত হয়েছে মো. মঞ্জু (১৭) নামে এক শ্রমিক। আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৯ জুন) দুপুর ১টার দিকে যাত্রাবাড়ি মীরহাজিরবাগে জমজম ফ্যান কারখানায় এই ঘটনা ঘটে।

আহত মঞ্জুর সহকর্মী মো. শুভ জানিয়েছেন, মঞ্জু ৩ মাস ধরে ঐ ফ্যান কারখানায় কাজ করছে। সকাল থেকেই তারা কাজ করছিলো। দুপুর ১টার দিকে অপর সহকর্মী আরিফ দুষ্টুমির ছলে মঞ্জুর পায়ুপথে কম্প্রেসার মেশিনের সাহায্যে বাতাস ঢুকিয়ে দিলে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরো জানিয়েছেন, অন্যান্য শ্রমিকরাআরিফকে ধরে কারখানায় আটকে রেখেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বর্তমানে আহত অবস্থায় মঞ্জু ভর্তি রয়েছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/জুন ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবররে