thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

এতিমদের সঙ্গে মাশরাফির ইফতার

২০১৭ জুন ২০ ১২:১৬:১৮
এতিমদের সঙ্গে মাশরাফির ইফতার

দ্য রিপোর্ট ডেস্ক : এতিম সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের নিয়ে কাজ করে স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশন। অনাথ এই শিশুদের আশ্রয় থেকে শুরু করে পড়াশোনার দায়িত্বটা এই সংগঠনটিই নিয়ে থাকে। আর এই শিশুদের আনন্দঘন এক সময় উপহার দিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সোমবার মোবাইল ফোনের ব্র্যান্ড প্রতিষ্ঠান লাভা’র সৌজন্যে গুলশানে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইফতারে অংশ নেন মাশরাফি। সেখানেই শিশুদের আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখালেন। মাশরাফিকে পেয়ে আবেগে আপ্লুত শিশুরা নিজেদের স্বপ্নগুলো আঁকড়ে ধরার প্রেরণা পেল।

মাশরাফির কথা শুনে সজলীর বড় হওয়ার স্বপ্নটা যেন আরও ‘বড়’ হয়ে উঠল। ক্লাস এইটে পড়া এই কিশোরী মাশরাফির কথায় অনুপ্রেরণা খুঁজে পেল, ‘আমার স্বপ্ন আইনজীবী হওয়ার, চেষ্টা করব। যে পরিবেশে থাকি ও যেখানে থাকি, হয়তো হতে পারব না! তবে চেষ্টা করে যাব। স্বপ্নেও ভাবিনি বাংলাদেশ টিমের ক্যাপ্টেনের সঙ্গে আমাদের দেখা হবে। তাকে আমরা টিভিতে দেখেছি। কেমন লাগছে তা আসলে বলার মতো নয়। যখন উনি (মাশরাফি) আমাদের পাশে বসলেন, তখন মনে হচ্ছিল স্বপ্নের দেশে চলে যাচ্ছি।’

এই সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে মাশরাফি বলেছেন, ‘খুবই ভালো লাগছে। লাভা মোবাইল কোম্পানি খুব ভালো উদ্যোগ নিয়েছে। সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে তারা আছে। ওদের জন্য কাজ করছে। শিক্ষার ব্যবস্থা করছে। আশা করি তারা কাজটা চালিয়ে যাবে। সবারই দায়িত্ব যার যার জায়গা থেকে মানুষের জন্য কিছু করার। আমার জায়গা থেকে আমি করব। সবাই এগিয়ে এলে সবাই ভালো থাকতে পারবে।’

(দ্য রিপোর্ট/এআরই/এনআই/এম/জুন ২০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর