thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

২৭ রোজার মধ্যে সংবাদকর্মীদের বেতন-বোনাস পরিশোধের দাবি

২০১৭ জুন ২০ ১৬:৩৪:১২
২৭ রোজার মধ্যে সংবাদকর্মীদের বেতন-বোনাস পরিশোধের দাবি

দ্য রিপোর্ট প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যে-সকল টিভি সংবাদপত্র ও অনলাইন পত্রিকায় কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীদের বেতন বোনাস পরিশোধ করেছে সে সকল মিডিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। অন্যদিকে যেসকল মিডিয়া এখনো তাদের সাংবাদিক ও সংবাদকর্মীদের বেতন বোনাস পরিশোধ করেনি আগামী ২৭ রোজার মধ্যে তা পরিশোধের আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা।

মঙ্গলবার এক বিবৃতিতে ডিইউজের সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এ আহ্বান জানান।

বিবৃতিতে তারা বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় উৎসব। এ উৎসবকে আরও আনন্দঘন করতে কিছু সংবাদ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তাদের দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমরা চাই আগামী ২৭ রোজার মধ্যে যেসকল মিডিয়া তাদের কর্মীদের বেতন বোনাস পরিশোধ করেনি তারা যেন পরিশোধ করে দেয়। অন্যথায় ডিইউজেকে এ বিষয়ে নতুন করে ভাবতে হবে।

(দ্য রিপোর্ট/কেএ/এপি/এনআই/জুন ২০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর